West Bengal Corona LIVE: ‘জরুরি ক্ষেত্রে আরটিপিসিআর টেস্টে কোনও দেরি করা যাবে না',নির্দেশ রাজ্যের

Get Latest West Bengal Coronavirus Live Updates: ২০ হাজারের গণ্ডি টপকে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২১ হাজার ছুঁইছুইঁ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 May 2021 11:49 PM

প্রেক্ষাপট

রাজ্যে আরও ঝাঁকিয়ে বসছে করোনার কালো মেঘ। ২০ হাজারের গণ্ডি টপকে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২১ হাজার ছুঁইছুইঁ। বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে...More

West Bengal Corona LIVE: ‘জরুরি ক্ষেত্রে আরটিপিসিআর টেস্টে কোনও দেরি করা যাবে না',নির্দেশ রাজ্যের

‘জরুরি ক্ষেত্রে আরটিপিসিআর টেস্টে কোনও দেরি করা যাবে না।জরুরি ভিত্তিতে ল্যাবে নমুনা পাঠাতে হবে, রিপোর্ট দিতে হবে। কোন নমুনাগুলো জরুরি, তাও দ্রুত চিহ্নিত করতে হবে।’সরকারি, বেসরকারি সমস্ত হাসপাতালকে নির্দেশ রাজ্য সরকারের। পাড়ায় পাড়ায় আইসোলেশন সেন্টার, সেফ হোম করার পরামর্শ।বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সমাজকল্যাণ সংগঠনগুলিকে পরামর্শ। পাড়ায় সেফ হোম করলে সহযোগিতার আশ্বাস রাজ্য সরকারের।