WB Corona LIVE: রোগী ভর্তি না নেওয়ায় বেহালার নার্সিংহোমে ভাঙচুর
Get Latest West Bengal Coronavirus Live Updates: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪২৮ জন।
প্রেক্ষাপট
রাজ্যের আকাশে বহাল রইল কোভিডের কালো ছায়া। গত কয়েকদিনের মতোই দৈনিক সংক্রমণ ২০ হাজার ছুঁইছুঁই। দৈনিক মৃত্যুও দেড়শো ছুঁইছুঁই। সঙ্গে কিছু বেড়ে গেল পজিটিভিটি রেট। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী,...More
রোগী ভর্তি না নেওয়ায় বেহালার নার্সিংহোমে ভাঙচুর।‘স্বাস্থ্য দফতরের অনুমতি না থাকায় নতুন রোগী ভর্তি করা যাচ্ছে না’, এই যুক্তিতে রোগীর পরিবারকে ফিরিয়ে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। তারপরই নার্সিংহোমে কর্মীদের সঙ্গে বচসা, ভাঙচুর।বেহালা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘাতের আবহে কাল করোনা-বৈঠকে মুখোমুখি মোদি-মমতা। সকাল ১১টায় ভার্চুয়াল বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোভিড পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে, এমনই খবর সূত্রের। বাংলা সহ ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বাংলার ৯টি জেলার জেলাশাসকও বৈঠকে অংশ নেবেন।কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের জেলাশাসক থাকবেন।
রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা কিছুটা কমলেও বাড়ল মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ১৯,০০৬। একদিনের মৃত ১৫৭।
করোনা আতঙ্কে বার্ধক্যজনিত কারণে মৃতের দেহ সত্কারেও এগিয়ে এলেন না প্রতিবেশীরা! পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সকাল থেকে বিকেল পর্যন্ত বাড়িতেই পড়ে রইল মৃতদেহ! শেষে পাশের পাড়ার বাসিন্দাদের সহযোগিতায় মৃতদেহের সত্কার হল।
করোনাজয়ীদের টিকাকরণে নিয়ম বদল। ‘করোনা সংক্রমণ থেকে সেরে ওঠার ৩ মাস পর নেওয়া যাবে ভ্যাকসিন। করোনা আক্রান্ত রোগীর প্লাজমা থেরাপি হলেও ৩ মাস পর ভ্যাকসিন। প্রথম ডোজের পর করোনা আক্রান্ত হলে, সেরে ওঠার ৩ মাস পর ভ্যাকসিন। অন্য কোনও অসুখ নিয়ে কেউ হাসপাতালে ভর্তি হলে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার ৪ সপ্তাহ পর নেওয়া যাবে টিকা’ ,বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্যমন্ত্রকের
স্বাস্থ্য কমিশনের নির্দেশে রোগী ভর্তি বন্ধ নার্সিংহোমে। তদন্তে হাসপাতালে হাজির স্বাস্থ্য কমিশনের তদন্তকারী দল। বেডের জন্য তদন্তকারীদের পায়ে লুটিয়ে পড়ে কান্না রোগীর পরিজনদের।বেহালার অ্যাপেক্স নার্সিংহোমের ঘটনা। রোগী ভর্তি বন্ধ থাকলেও ৩ রোগীকে ভর্তির নির্দেশ স্বাস্থ্য কমিশনের।‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অন্য রোগী ভর্তি রোগী বন্ধ থাকবে’, নার্সিংহোম কর্তৃপক্ষকে নির্দেশ স্বাস্থ্য কমিশনের।
করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল। ‘বাইপ্যাপের সাহায্যে শরীরে অক্সিজেনের মাত্রা ৯০%-র বেশি। বাড়িতে রেখেই চিকিৎসা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর।’
‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্যর শারীরিক অবস্থার উন্নতি। জ্বর ও ব্যথা সামান্য কমেছে মীরা ভট্টাচার্যর। সাপোর্ট ছাড়াই শরীরে অক্সিজেনের মাত্রা ৯৮%। রেডিও ডায়াগনসিসে জানা গেছে ফুসফুসে বিশেষ কোনও সমস্যা নেই। রক্তপরীক্ষার রিপোর্টও সন্তোষজনক।স্যালাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড।জানানো হয়েছে হাসপাতালের তরফে
করোনাকালে এবার তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী জুন মালিয়ার উদ্যোগে কমিউনিটি কিচেন খোলা হল মেদিনীপুর শহরে। হেল্পলাইনে যোগাযোগ করলেই করোনা আক্রান্ত রোগী ও তাঁদের পরিজনদের জন্য পৌঁছে দেওয়া হবে খাবার।
করোনাকালে ভিড় কমাতে বোলপুর স্টেশন লাগোয়া বাজার, কাশীপুর বাইপাস সংলগ্ন এলাকায় সরানোর উদ্যোগ প্রশাসনের। এতে আরও সমস্যা বাড়বে বলে দাবি করে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা।
কার্যত লকডাউন পরিস্থিতিতে রেশন দোকানের সামনে লম্বা লাইন। উধাও দূরত্ব বিধি। এই ছবি উত্তর ২৪ পরগনার দেগঙ্গার। রেশন দোকানে ভিড়ের কারণে সংক্রমণের আশঙ্কায় জিনিস না নিয়েই বাড়ি ফিরলেন অনেকে। খবর পেয়ে সেখানে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। সাধারণ মানুষ ও রেশন ডিলারকে সতর্ক করা হয়।
জেলায় আরও ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি। তাই, উত্তর ২৪ পরগনার শ্যামনগরে বৃদ্ধাশ্রমের একাংশে তৈরি হল সেফ হোম। তিরিশ বেডের এই সেফ হোমে রয়েছে চিকিৎসক, নার্স-সহ অক্সিজেনের ব্যবস্থা।
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সোনাকনিয়া ও ওড়িশা সীমানায় পুলিশের নাকা চেকিং। ৬০ নম্বর জাতীয় সড়কে ভিন্ রাজ্য থেকে আসা সমস্ত গাড়িকে পরীক্ষা করা হচ্ছে। করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট না থাকলে ফেরত পাঠাচ্ছে পুলিশ ।
সল্টলেক, নিউটাউন এলাকায় পুলিশের অভিযান। নিউটাউনের সাপুরজি বাজারে বিধি ভেঙে রাস্তায় নামে ই-রিকশ, অটো। রাস্তায় ভিড় ছিল।
অন্যদিকে, এদিন নিউটাউনের বিভিন্ন বাজারে হানা দেয় পুলিশ। লাঠি উঁচিয়ে দোকান বন্ধ করে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। সল্টলেক করুণাময়ীতে নাকা চেকিং করে পুলিশ।
করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল। গতকাল করোনা পজিটিভ হওয়ার পর থেকে বাড়িতেই চিকিৎসা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও কোভিড ১৯ পজিটিভ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
করোনা প্রাণ কাড়ল রাজ্যের আরও এক চিকিৎসকের। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে মৃত্যু হল আইএমএ-র বাঁকুড়া শাখার সম্পাদক অশোককুমার চট্টোপাধ্যায়ের। ষাটোর্দ্ধ এই চিকিত্সক ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন বলে সূত্রের খবর।
করোনা রিপোর্ট ঘিরে বিভ্রান্তি। মোবাইলে আসা লিঙ্কে নেগেটিভ বলে জানানো হলেও হাতে মিলল পজিটিভ রিপোর্ট। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় হিন্দমোটরের করোনা আক্রান্তের পরিবার। আক্রান্তের পরিবারের দাবি, স্থানীয় ডায়গনস্টিক সেন্টারে করোনা পরীক্ষার পর সোমবার মোবাইলে পাঠানো লিঙ্কের মাধ্যমে জানা যায় রিপোর্ট নেগেটিভ। ৩ দিন পর কাউন্টার থেকে পজিটিভ রিপোর্ট মেলে। রিপোর্ট ঘিরে তৈরি হয় বিভ্রান্তি। ডায়গনস্টিক সেন্টারের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটি হয়ে থাকতে পারে। তবে কাউন্টার থেকে পাওয়া রিপোর্টই সঠিক বলে গণ্য হবে। এনিয়ে মহকুমাশাসকের কাছে অভিযোগ জানিয়েছে করোনা আক্রান্তের পরিবার।
সকাল ১০টার পরেও খোলা দোকান। বিধিভঙ্গের কারণে নিউ ব্যারাকপুরের লেনিনগড় বাজারে পুলিশি অভিযান। লাঠি উঁচিয়ে দোকান বন্ধ করায় পুলিশ
পানিহাটিতে ১২ ঘণ্টা পরেও উদ্ধার হয়নি করোনা আক্রান্তের দেহ। গতকাল রাত ১১টা নাগাদ মৃত্যু হয় রামকৃষ্ণনগরের বাসিন্দা করোনা আক্রান্ত রমা মুখোপাধ্যায়ের। তাঁর ছেলেও করোনা আক্রান্ত। দেহ দীর্ঘক্ষণ পড়ে থাকার পরেও প্রশাসনের হেলদোল নেই বলে মৃতের পরিবারের অভিযোগ। পানিহাটি পুরসভার তরফে জানানো হয়েছে, দ্রুত উদ্ধার হবে দেহ।
আলিপুরদুয়ারের বক্সা পাহাড়েও করোনার প্রকোপ। এই পরিস্থিতিতে দুর্গম পাহাড়ি গ্রাম চুনাভাটিতে করোনা পরীক্ষার ব্যবস্থা করলেন কালচিনি ব্লকের বিডিও। ডুকপা জনজাতি অধ্যুষিত এই গ্রামে পিপিই কিট পড়ে স্বাস্থ্য পরিষেবার কাজে হাত লাগালেন বিডিও নিজেই। এই উদ্যোগে খুশি গ্রামের প্রায় ৮০টি পরিবার। ব্লকের প্রত্যন্ত এলাকায় এভাবেই স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন কালচিনির বিডিও।
করোনা সন্দেহে প্রায় ৩০ ঘণ্টা বাড়িতেই পড়ে রইল বৃদ্ধার দেহ। মুর্শিদাবাদের বহরমপুর কাশিমবাজারের ঘটনা। বাড়িতে একাই থাকতেন বাসন্তী চক্রবর্তী। ছেলে থাকেন অন্যত্র। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে বৃদ্ধাকে শেষবার দেখেন প্রতিবেশীরা। গতকাল সকালে বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা ছেলেকে খবর দেন। যদিও করোনা সন্দেহে দেহ সত্কারে কেউ এগিয়ে আসেননি বলে মৃতের পরিবারের দাবি। রাতে বহরমপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে।
করোনা আবহে যাত্রী কমছে। এর জন্য অনির্দিষ্টকালের জন্য ৫ জোড়া স্পেশাল ট্রেন বাতিল করে দিল পূর্ব রেল। তালিকায় শিয়ালদা-পুরী স্পেশাল ছাড়াও রয়েছে উত্তরবঙ্গগামী কিছু ট্রেন।
রাজ্যে এল আরও ২ লক্ষ ১২ হাজার ৪৬০ কোভিশিল্ড। পুনের সিরাম ইনস্টিটিউট থেকে এল ভ্যাকসিন। আজ সকালে এয়ার ইন্ডিয়ার বিমানে এসে পৌঁছায় ভ্যাকসিন।
উত্তর ২৪ পরগনায় প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে আজ থেকে বারাসাত সদর হাসপাতালে চালু হল ২৪ ঘণ্টার র্যাপিড টেস্ট। জরুরি বিভাগে আসা রোগীদের করোনা পরীক্ষা করে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে রিপোর্ট। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হলে আক্রান্তকে ভর্তি করা হবে কোভিড ওয়ার্ডে। জানিয়েছেন বারাসাত সদর হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল।
করোনা আবহে সম্প্রীতির নজির গড়ল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের মামুদপুর গ্রাম। হিন্দু প্রতিবেশীর দেহ সত্কারে এগিয়ে এলেন স্থানীয় মুসলিম যুবকরা। গতকাল বাড়িতেই মৃত্যু হয় মামুদপুরের বাসিন্দা করোনা আক্রান্ত বলাই রানার। মৃতের পরিবারের অভিযোগ, সংক্রমণের আশঙ্কায় ধারেকাছে ঘেঁষেননি প্রতিবেশীরা।দেহ সত্কার ঘিরে সমস্যা তৈরি হয়। খবর পেয়ে এগিয়ে আসেন মুসলিম প্রতিবেশীরা। তাদের সহায়তায় দেহ সত্কার করে মৃতের পরিবার।
রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এবার হবে সেফ হোম। করোনা পরিস্থিতিতে সিদ্ধান্ত রাজ্যের। সব জেলাশাসককে চিঠি পাঠাল স্কুল শিক্ষা দফতর। স্কুলগুলিকে ফাঁকা ও জীবাণুমুক্ত করতে বলা হয়েছে।
কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত। এই নিয়ে জারি হয়েছে নির্দেশিকা। করোনায় মৃত্যু ঠেকাতে কার্যকরী নয় প্লাজমা থেরাপি, দাবি আইসিএমআরের।
বেলেঘাটা আইডি হাসপাতালের ট্যাঙ্ক থেকে অক্সিজেন সরবরাহে সমস্যা। যে মাত্রায় অক্সিজেন যাওয়া প্রয়োজন, সেই মাত্রায় যাচ্ছে না অক্সিজেন। পাইপের ব্যাসার্ধ ছোট হওয়ায় সমস্যা হচ্ছে, দাবি কর্তৃপক্ষের। পরিস্থিতি সামলাতে আনা হয়েছে জাম্বো সিলিন্ডার।
- Home
- খবর
- আজ ফোকাস-এ
- WB Corona LIVE: রোগী ভর্তি না নেওয়ায় বেহালার নার্সিংহোমে ভাঙচুর