WB Corona LIVE: রোগী ভর্তি না নেওয়ায় বেহালার নার্সিংহোমে ভাঙচুর

Get Latest West Bengal Coronavirus Live Updates: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪২৮ জন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 19 May 2021 09:41 PM

প্রেক্ষাপট

রাজ্যের আকাশে বহাল রইল কোভিডের কালো ছায়া। গত কয়েকদিনের মতোই দৈনিক সংক্রমণ ২০ হাজার ছুঁইছুঁই। দৈনিক মৃত্যুও দেড়শো ছুঁইছুঁই। সঙ্গে কিছু বেড়ে গেল পজিটিভিটি রেট। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী,...More

West Bengal Corona LIVE: রোগী ভর্তি না নেওয়ায় বেহালার নার্সিংহোমে ভাঙচুর

রোগী ভর্তি না নেওয়ায় বেহালার নার্সিংহোমে ভাঙচুর।‘স্বাস্থ্য দফতরের অনুমতি না থাকায় নতুন রোগী ভর্তি করা যাচ্ছে না’, এই যুক্তিতে রোগীর পরিবারকে ফিরিয়ে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। তারপরই নার্সিংহোমে কর্মীদের সঙ্গে বচসা, ভাঙচুর।বেহালা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।