WB Corona LIVE: রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৮৩ জন
Get Latest West Bengal Coronavirus Live Updates: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫৬ জনের।
হুগলিতে গত একদিনে নতুন করে করোনা সংক্রমিত ১ হাজার ১৬৯ জন। মৃত ৭ জন।
গত একদিনে হাওড়ায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১ হাজার ১৯৬ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।
গত একদিনে কলকাতায় নতুন করে করোনা সংক্রমিত ৩ হাজার ১২১ জন। মৃত ৩৫ জন।
গত কয়েকদিনের ধারার মতোই সংক্রমণ ও মৃত্যুতে রাজ্যে সবার ওপরে রয়েছে উত্তর ২৪ পরগণা। গত একদিনে উত্তর ২৪ পরগণায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৯৩ জন। মৃত্যু হয়েছে ৪৭ জনের।
গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৬৭০ জন। সংক্রমিতের থেকে করোনামুক্তের সংখ্যা বাড়ায় ১ হাজার ৯৪০ জন কমে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ২৮ হাজর ৫৮৫ জন। ডিসচার্জ রেট ৮৮. ৮৬ শতাংশ।
গত একদিন রাজ্যে মারণ ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৫৩ জন। এই সময়পর্বে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৮৩ জন।
রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১২। এছাড়া, রাজ্যে আরও ৫ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বলে সন্দেহ। খবর স্বাস্থ্য দফতর সূত্রে।
মন্ত্রী হিসাবে শপথ নিয়েই করোনা মোকাবিলায় উদ্যোগী বুলুচিক বড়াইক। তাঁর প্রচেষ্টায় মালবাজার মহকুমা হাসপাতালে চালু হল ৪০ বেডের কোভিড ইউনিট। এর ফলে উপকৃত হবেন ডুয়ার্সের চা বাগানের কয়েক লক্ষ মানুষ।
করোনা-মুক্ত হয়ে আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী দিনকয়েক আগে করোনা আক্রান্ত হন। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় মীরা ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁকে আগামী ৭ দিন হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় করোনা আক্রান্তের মৃতদেহ সন্দেহে সত্কারে বাধা। পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। পরে পুলিশের আশ্বাসে ওই শ্মশানেই শেষকৃত্য সম্পন্ন হয়। সত্কারের পর জীবাণুমুক্ত করা হয় শ্মশান।
বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের ব্রাত্য রেখে, মন্ত্রীর উপস্থিতিতে, করোনা মোকাবিলা নিয়ে একতরফা প্রশাসনিক বৈঠকের অভিযোগ উঠল আলিপুরদুয়ারে। বিজেপি শিবিরের অভিযোগ, তাঁদের সাংসদ, বিধায়কদের বৈঠকে আমন্ত্রণই জানানো হয়নি। মন্ত্রীর সাফাই, জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয়েছে। আগামীতে সবাইকে সঙ্গে নিয়েই করোনা মোকাবিলার কাজ করা হবে।
করোনা মোকাবিলায় পুলিশ হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তর
করোনা আক্রান্ত রোগীদের জন্য আলাদা রিলিফ সেন্টারের ব্যবস্থা হাওড়া পুরসভার।
কার্যত লকডাউন পরিস্থিতিতেও বালি পাচারের অভিযোগ। ১৫টা ট্রাক আটক করল অন্ডাল থানার পুলিশ। গোপন সূত্রে বালি পাচারের অভিযোগ পেয়ে আজ ভোরে অভিযান চালানো হয়। ধরা পড়ে অতিরিক্ত বালিবোঝাই বেশ কয়েকটি ট্রাক।নথি পরীক্ষা করে সেগুলোকে আটক করা হয়। লাউদোহা, পাণ্ডবেশ্বর, অজয়ের ঘাট থেকে বালি তুলে দুর্গাপুর হয়ে কলকাতায় পাচার করা হচ্ছিল বলে পুলিশের দাবি।
করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। জানিয়েছেন তাঁর মেয়ে সুচেতনা ভট্টাচার্য। অন্যদিকে, করোনা-মুক্ত হয়ে আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী দিনকয়েক আগে করোনা আক্রান্ত হন। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় মীরা ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
মন্ত্রী হিসাবে শপথ নিয়েই করোনা মোকাবিলায় উদ্যোগী বুলুচিক বড়াইক। তাঁর প্রচেষ্টায় মালবাজার মহকুমা হাসপাতালে চালু হল ৪০ বেডের কোভিড ইউনিট। এর ফলে উপকৃত হবেন ডুয়ার্সের চা বাগানের কয়েক লক্ষ মানুষ।
সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নির্দিষ্ট সময়ের পরেও দোকান খোলা রাখায় বাঁকুড়া শহরের মাচানতলা এলাকা থেকে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। সরকারি নির্দেশ মেনে চলার জন্য অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১২। এছাড়া, রাজ্যে আরও ৫ জন মিউকরমাইকোসিসে আক্রান্ত বলে সন্দেহ। খবর স্বাস্থ্য দফতর সূত্রে। যাচাই করে দেখা হচ্ছে আক্রান্তদের মেডিক্যাল রিপোর্ট। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মিউকরমাইক্রোসিসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে বলেও সন্দেহ। সেক্ষেত্রে যাচাই করে দেখা হচ্ছে মেডিক্যাল রিপোর্ট।
ভ্যাকসিনের ২টি ডোজ নেওয়ার পরেও চিকিৎসকের মৃত্যু। করোনায় মৃত্যু সিউড়ি হাসপাতালের চিকিৎসক অতনু দাসের। দ্বিতীয় ডোজ নিয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের বেশি চিকিৎসকের। দাবি চিকিৎসক সংগঠনের।
করোনায় মৃত্যুতে বিশ্বে তৃতীয় স্থানে উঠে এল ভারত। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ছাড়াল ৩ লক্ষ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত প্রায় সাড়ে ৪ হাজার। সংক্রমিতের সংখ্যা সামান্য কমে ২ লক্ষ ২২ হাজার। সক্রিয় রোগীর সংখ্যা ২৭ লক্ষ ২০ হাজার।
জেলায় জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। প্রতিটি জেলায় পাঠানো হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট। মোট ৮১ হাজার কিট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। সবথেকে বেশি ৭ হাজার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট পাঠানো হয়েছে কোচবিহারে।
করোনা আক্রান্ত হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের প্রত্যেকের পরিবারকে দিতে হবে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য। এই আবেদনের প্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি হবে বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এম আর শাহ-র বেঞ্চে। ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের ১২ নম্বর ধারা উল্লেখ করে মামলাকারী দুই আইনজীবীর আবেদন, করোনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিক সর্বোচ্চ আদালত। পাশাপাশি তাঁদের দাবি, করোনায় মৃতদের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ স্পষ্টভাবে লেখার জন্যও নির্দেশ দেওয়া হোক। আজ শুনানি হবে এই সব আবেদনের।
রাজ্যে একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৪২২ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫৬ জনের।
প্রেক্ষাপট
কড়া করোনা বিধির মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা। ২৪ ঘণ্টায় ফের মৃতের সংখ্যা বেড়েছে রাজ্যে। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫৬ জনের। রাজ্যে সবমিলিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৩৬৪ জন।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিত হয়েছেন ১৮,৪২২ জন। আশার আলো গতকালের তুলনায় বেশ খানিকটা কমেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২,৪৮,৬৬৮। ২৩ মে-তে রাজ্যে কোভিড অ্যাকটিভ কেস ১,৩০,৩২৫।
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যার চেয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেশি। এই সময় পর্বে ১৮,৪২২ জন আক্রান্ত হলেও কোভিড মুক্ত হয়েছেন ১৯,৪২৯ জন। এ নিয়ে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১১,২২,২০১ জন। বুলেটিনের হিসেবে, আজ রাজ্যে সুস্থতার হার ৮৮.৫৭ শতাংশ।
তবে এখনও সংক্রমণের শীর্ষেই রয়েছে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩৭৭১ জন। এখানে ওই সময়ে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৬ জন। অন্যদিকে কলকাতায় ১ দিনে করোনা সংক্রমিত ৩০৫৬ জন। এখানে করোনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের।
করোনায় মৃতের সংখ্যা দেড়শো ছাড়িয়ে গিয়েছে আগেই। গতকালের হিসেব অনুযায়ী রাজ্যে কোভিডের জেরে প্রাণ হারিয়ে ছিলেন ১৫৪ জন। গতকাল রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ১৮,৮৬৩ জন। এই একই সময়পর্বে রাজ্যে করোনামুক্ত হয়েছিলেন ১৯ হাজার ২০২ জন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -