PBKS vs CSK Live: ধোনি চেষ্টা বিফলে, ফের হার চেন্নাইয়ের, ১৮ রানে ম্য়াচ জিতল পাঞ্জাব কিংস

IPL 2025: আজ ঘরের মাঠে পাঞ্জাব কিংস মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। কোন দল শেষ হাসি হাসবে?

ABP Ananda Last Updated: 08 Apr 2025 10:35 PM

প্রেক্ষাপট

তাঁকে নিয়ে টুর্নামেন্ট যত এগােচ্ছে ততই সমালোচনার ঝড় উঠছে। ৪৪ ছুঁইছুঁই ধোনি পারফর্ম না করার পরেও কেন খেলে যাচ্ছেন? কেন সিএসকের জার্সিতে ব্যাটিং করতে নেমে গুচ্ছ গুচ্ছ বল নষ্ট করছেন।...More

PBKS vs CSK Live Score: চেন্নাইয়ের জিততে প্রয়োজন ৬ ওভারে ৮১ রান

অর্ধশতরান পূরণ করলেন ডেভন কনওয়ে। সঙ্গে ক্রিজে আছেন শিবম দুবে। হাতে ৮ উইকেট। এখনও ৬ ওভারে ৮১ রান প্রয়োজন চেন্নাই সুপার কিংসের এই ম্য়াচ জিততে।