WB Corona LIVE: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৫৭৮ জন

Get Latest West Bengal Coronavirus Live Updates: রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৬৬ হাজার ২৮৮ টি। যার মধ্যে প্রায় ১৮ হাজার নমুনা পজিটিভ। যার ফলে এই মুহূর্তে ক্রমশ বাড়তে বাড়তে পজিটিভিটি রেট পৌঁছে গিয়েছে ১০.৭২ শতাংশে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 May 2021 09:04 PM
WB Corona LIVE: কলকাতার করোনাচিত্র

কলকাতায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৯ জন নতুন করে কোভিডের সংক্রমণে পড়েছেন। মৃত্যু হয়েছে ৩৩ জনের।

West Bengal Corona LIVE: উত্তর ২৪ পরগণার করোনাচিত্র

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত একদিনে উত্তর ২৪ পরগণায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪৫২ জন। এই সময়পর্বে সেখানে মৃত্যু হয়েছে ৪৬ জনের।

WB Corona LIVE: এই মুহূর্তে রাজ্যে করোনার পজিটিভিটি রেট ১০. ৮০ শতাংশ

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টা সময়পর্বে রাজ্যে করোনা স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে ৬৬ হাজার ১২৩টি। যার মধ্যে ১৭ হাজারের বেশি স্যাম্পেল পজিটিভ। যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনার পজিটিভিটি রেট ১০. ৮০ শতাংশ।

West Bengal Corona LIVE: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৫৭৮ জন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৫৭৮ জন। একদিনে ২ হাজার ২০৯ জন কমে রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৩৭৬ জন। রাজ্যে ডিসচার্জ রেট ৮৯.১৭ শতাংশ।

WB Corona LIVE: গত একদিনে রাজ্যে করোনার কবলে প্রাণ হারিয়েছেন ১৫৭ জন

গত একদিনে রাজ্যে করোনার কবলে প্রাণ হারিয়েছেন ১৫৭ জন। আর এই সময়পর্বের রাজ্যে সংক্রমিতের সংখ্যা ১৭ হাজার ৫ জন।

West Bengal Corona LIVE: ফের হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য

করোনামুক্ত হয়ে বাড়ি ফেরার পর প্যানিক অ্যাটাক। ফের হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য।

WB Corona LIVE: ইয়াস সতর্কতার মাঝেও মাস্ক পরে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

ঘূর্ণিঝড় ইয়াসের ভ্রূকুটি বঙ্গের আকাশে। এর মাঝেই চলছে উদ্ধারকার্য। রাজ্য সরকারের বিভিন্ন আশ্রয়স্থলে স্থান নেওয়া মানুষদের করোনা পরিস্থির কথা মনে করিয়ে দিয়ে মাস্ক পরে থাকতেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal Corona LIVE: দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য

দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে

WB Corona LIVE: করোনা আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য

কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতালে যেতে রাজি না হওয়ায় বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। 

West Bengal Corona LIVE: আচমকা শারীরিক অবস্থার অবনতি,হাসপাতালে ভর্তি করা হল বুদ্ধদেব ভট্টাচার্যকে

আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। সূত্রের খবর, গতকাল রাত থেকে অবস্থার অবনতি হতে থাকে। আজ সকালে অক্সিজেন স্যাচুরেশন ৮০-৮২ তে নেমে যায়, বলে জানান চিকিৎসকরা।  এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আর বাড়িতে না রেখে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিত্‍সকরা। ডাকা হয় অ্যাম্বুল্যান্স।

WB Corona LIVE: ফের দেহ সৎকারে বাধার অভিযোগ

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সন্দেহ দেহ সৎকারে বাধার অভিযোগ। পুলিশকে ঘিরে বিক্ষোভ। পরে এই শশ্মানেই মৃতদেহ সৎকার হয়। স্যানিটাইজ করা হয় শশ্মান চত্বর।

West Bengal Corona LIVE: করোনা পরিস্থিতি ভয়ঙ্কর, তার ওপর ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ

দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। তার ওপর ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। ইতিমধ্যেই মহারাষ্ট্রের পুণেতে ৫৭৪ জন ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়েছেন।  এর মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। পাঞ্জাবে এখনও পর্যন্ত ১১১ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন।

প্রেক্ষাপট

করোনার জেরে চলতে থাকা মৃত্যুমিছিলের রেশ অব্যাহত রাজ্যে। ফের এবার একদিনে দেড়শোর জনের বেশি রাজ্যবাসীকে কোভিডের কাছে হারাতে হল আমাদের। ২৪ মে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত একদিন রাজ্যে মারণ ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৫৩ জন। এই সময়পর্বে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৮৩ জন।


কোভিডের কালো আকাশে অবশ্য সোনালি রেখাও রয়েছে। গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৬৭০ জন। সংক্রমিতের থেকে করোনামুক্তের সংখ্যা বাড়ায় ১ হাজার ৯৪০ জন কমে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ২৮ হাজর ৫৮৫ জন। ডিসচার্জ রেট ৮৮. ৮৬ শতাংশ।


এর মাঝেও কিন্তু রাজ্যের করোনা আবহ নিয়ে চিন্তার রেশ কাটছে না। কারণ পজিটিভিটি রেট। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৬৬ হাজার ২৮৮ টি। যার মধ্যে প্রায় ১৮ হাজার নমুনা পজিটিভ। যার ফলে এই মুহূর্তে ক্রমশ বাড়তে বাড়তে পজিটিভিটি রেট পৌঁছে গিয়েছে ১০.৭২ শতাংশে। এমনিতে রাজ্য প্রহর গুনছে ইয়াসের আগমনের। ঘূর্ণিঝড়ের আবহে করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কাও এড়ানো যাচ্ছে না।


এদিকে, গত কয়েকদিনের ধারার মতোই সংক্রমণ ও মৃত্যুতে রাজ্যে সবার ওপরে রয়েছে উত্তর ২৪ পরগণা। তারপর কলকাতা। গত একদিনে উত্তর ২৪ পরগণায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৯৩ জন। মৃত্যু হয়েছে৪৭ জনের। কলকাতায় এই সময়পর্বে সংক্রমিত ৩ হাজার ১২১ জন। মৃত ৩৫ জন।


হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা ও নদিয়া জেলার করোনা সংক্রমণ চিত্রও ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। গত একদিনে হাওড়ায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১ হাজার ১৯৬ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। হুগলিতে নতুন করে সংক্রমিত ১ হাজার ১৬৯ জন। মৃত ৭ জন। দক্ষিণ ২৪ পরগণা ও নদিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১ হাজার ২০৫ জন ও ১ হাজার ৯৮ জন। আর দুই জেলাতে মৃত্যু হয়েছে যথাক্রমে ৮ জন ও ৭ জনের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.