WB Corona LIVE: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৫৭৮ জন

Get Latest West Bengal Coronavirus Live Updates: রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৬৬ হাজার ২৮৮ টি। যার মধ্যে প্রায় ১৮ হাজার নমুনা পজিটিভ। যার ফলে এই মুহূর্তে ক্রমশ বাড়তে বাড়তে পজিটিভিটি রেট পৌঁছে গিয়েছে ১০.৭২ শতাংশে।

Advertisement

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 May 2021 09:04 PM

প্রেক্ষাপট

করোনার জেরে চলতে থাকা মৃত্যুমিছিলের রেশ অব্যাহত রাজ্যে। ফের এবার একদিনে দেড়শোর জনের বেশি রাজ্যবাসীকে কোভিডের কাছে হারাতে হল আমাদের। ২৪ মে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত একদিন...More

WB Corona LIVE: কলকাতার করোনাচিত্র

কলকাতায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৯ জন নতুন করে কোভিডের সংক্রমণে পড়েছেন। মৃত্যু হয়েছে ৩৩ জনের।

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.