WB Corona LIVE: গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১০ হাজার ১৩৭ জন

গত একদিনে রাজ্যে নতুন করে সংক্রমিত ১১ হাজার ২৮৪ জন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 Jun 2021 06:53 AM

প্রেক্ষাপট

আংশিক লকডাউন ও তারপর আরও কড়া বিধিনিষেধের সুফল মিলতে শুরু করল রাজ্যের করোনাচিত্রে। তবে তার গতি এতটাই অল্প, যে এখনই শঙ্কার আবহ পুরোপুরি দূরে সরানো যাচ্ছে না। সঙ্গে পজিটিভিটি রেটের...More

West Bengal Corona LIVE: উত্তর ২৪ পরগণা ও কলকাতার করোনাচিত্র

গোটা রাজ্যের মতোই করোনার চিত্রটা ক্রমশ উজ্জ্বল হচ্ছে উত্তর ২৪ পরগণা ও কলকাতা জেলাতেও। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণা ও কলকাতায় নতুন করে সংক্রমিতের সংখ্যা আগের থেকে কিছুটা কমে যথাক্রমে  ২ হাজার ৩৭৬ জন ও ১ হাজার ১৩২৪ জন। দুই জেলাতে গত একদিনে যথাক্রমে ৩৩ ও ২৮ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে।