WB Corona LIVE: গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১০ হাজার ১৩৭ জন
গত একদিনে রাজ্যে নতুন করে সংক্রমিত ১১ হাজার ২৮৪ জন।
গোটা রাজ্যের মতোই করোনার চিত্রটা ক্রমশ উজ্জ্বল হচ্ছে উত্তর ২৪ পরগণা ও কলকাতা জেলাতেও। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণা ও কলকাতায় নতুন করে সংক্রমিতের সংখ্যা আগের থেকে কিছুটা কমে যথাক্রমে ২ হাজার ৩৭৬ জন ও ১ হাজার ১৩২৪ জন। দুই জেলাতে গত একদিনে যথাক্রমে ৩৩ ও ২৮ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে।
কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন ছাড়াই আজ ভ্যাকসিন দেওয়া চালু করল কলকাতা পুরসভা। দেওয়া হবে কোভিশিল্ডের ডোজ। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পুরসভার ১১৩টি স্বাস্থ্য কেন্দ্রে হবে টিকাকরণ। কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন না করিয়ে, শুধুমাত্র আধার কার্ড দেখালেই মিলবে কোভিশিল্ড ভ্যাকসিন।
গত একদিনে রাজ্যে করোনা স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৫৮ হাজার ৮৪৩টি। যা গত কয়েকদিনের থেকে সংখ্যাট কিছুটা কম। পরীক্ষা হওয়া স্যাম্পেলের মধ্যে ১০ হাজার ১৩৭ টিই পজিটিভ হওয়াতে রাজ্যে এই মুহূর্তে করোনার পজিটিভিটি রেট ১১.০৭ শতাংশ।
গত একদিনের সময়পর্ব ধরলে হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৮৫৬ জন। যার সুবাদে একধাক্কায় আরও ৭ হাজার ৮৫০ জন কমে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা হল ৮৭ হাজার ৪৮ জন
গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১০ হাজার ১৩৭ জন। মৃত্যু হয়েছে ১৩১ জনের।
১১৪ কোটি টাকা দিয়ে ভ্যাকসিন কিনবে রাজ্য সরকার। রাজ্যে ১ কোটি ৪১ লক্ষ মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী।
৪৫ ঊর্ধ্বদের বদলে ভ্যানচালকদের টিকাকরণ শুরু হওয়ায় আমডাঙা গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ। রাত থেকে লাইন দিয়ে টিকা না পাওয়ায় বিএমওএইচকে ঘিরে বিক্ষোভ। প্রশাসনের সিদ্ধান্ত, কিছু করা নেই, দাবি বিএমওএইচের।
রাজ্যে ১৬ জুন পর্যন্ত করোনার বিধিনিষেধ: মুখ্যমন্ত্রী।
সবাইকে ভ্যাকসিন দিতে হবে দিতে হবে। এই দাবিতে তুলকালাম হাওড়ার পাঁচলার পানিয়াড়া। রবিবার রাতেই স্থানীয় বেলডুবি পঞ্চায়েতের তরফে নোটিস দিয়ে বলা হয়, কুপন না থাকলে, ভ্যাকসিন পাওয়া যাবে না। সোমবার সকালে তা দেখতে পান স্থানীয় বাসিন্দারা...
তাদের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল পরিচালিত বেলডুবি গ্রাম পঞ্চায়েতের তরফে কুপন বিলি করা হয়। প্রধানের বাড়ি থেকে পঞ্চায়েতের সিলমোহর সাঁটানো কুপন দেওয়া হয় বেশকিছুজনকে! ঘটনা জানাজানি হতেই সোমবার উত্তপ্ত হয়ে ওঠে পানিয়াড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র!
এবার বাঁকুড়ায় ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু, আক্রান্ত আরও ৪। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত সন্দেহে ভর্তি আরও ৩জনই আশঙ্কাজনক।প্রত্যেকেই কোভিড আক্রান্ত, জানিয়েছেন হাসপাতাল সুপার।সবার চিকিত্সা চলছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে।আক্রান্তরা বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রামের বাসিন্দা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১১৪ কোটি টাকা দিয়ে ভ্যাকসিন কিনবে রাজ্য সরকার। রাজ্যে ১ কোটি ৪১ লক্ষ মানুষকে করোনার ভ্যাকসিন।
করোনাকালে ভ্যাকসিনের লাইনে একেবারে শিকেয় উঠল দূরত্ববিধি। ধুন্ধুমার কাণ্ড হাওড়ার পাঁচলার পানিয়াড়াতে।
করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে কোচবিহারে চালু হল কোভিড যান পরিষেবা। অন্যদিকে করোনা আক্রান্তদের চিকিৎসায় শিলিগুড়ির তিনবাতি মোড়ি ২০ শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধন করলেন পুর প্রশাসক গৌতম দেব।
কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন ছাড়াই আজ ভ্যাকসিন দেওয়া চালু করল কলকাতা পুরসভা। দেওয়া হবে কোভিশিল্ডের ডোজ। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পুরসভার ১১৩টি স্বাস্থ্য কেন্দ্রে হবে টিকাকরণ। কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন না করিয়ে, শুধুমাত্র আধার কার্ড দেখালেই মিলবে কোভিশিল্ড ভ্যাকসিন।
কোভিডের ভ্যাকসিনের জন্য কোউইন অ্যাপে বাধ্যতামূলক নথিভূক্তিকরণ নিয়ে এবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। এদিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেন এর ফলে গ্রামাঞ্চলের মানুষদের সমস্যা হতে পারে। যাঁরা নিয়ম তৈরি করছেন তাঁদের মাটিতে কান থাকা উচিত। কেন্দ্রের উচিত সারা দেশে কী হচ্ছে দেখা এবং সেই অনুযায়ী নীতি বদল করা। মন্তব্য সুপ্রিম কোর্টের
বাড়ির কাছে ভ্যাকসিন নেওয়ার সুবিধা পাবেন শুধুমাত্র প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমরা। যেখানে সেখানে গিয়ে বেসরকারি হাসপাতালগুলি ভ্যাকসিনেশন ক্যাম্প করতে পারবে না। বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক করে ভ্যাকসিনেশন নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যদিও এই গাইডলাইন নিয়ে প্রশ্ন তুলছে চিকিত্সকদের একাংশ।
তৃণমূলের লেটারহেড ব্যবহার করে স্বাস্থ্য দফতর থেকে ভ্যাকসিন নেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ঘটনা। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সুমন মণ্ডল। অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার পরও, সম্প্রতি তৃণমূলের শাখা সংগঠন প্রোগ্রেসিভ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের লেটারহেড ব্যবহার করে স্বাস্থ্য দফতর থেকে ওষুধের দোকানের কর্মচারীদের জন্য ভ্যাকসিন নেন। ঘটনা জানাজানি হতেই বিজেপি নেতার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব। এনিয়ে থানায় অভিযোগ জানানোরও হুঁশিয়ারি দিয়েছে তারা। পুরনো দলের প্যাড ব্যবহারের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত বিজেপি নেতা। গেরুয়া শিবিরের দাবি, বিধানসভা ভোটে ঘাটালে হার মেনে নিতে না পেরেই ভাল কাজ নিয়েও রাজনীতি করছে তৃণমূল।
রাজ্যে কমছে করোনার সংক্রমণ। রবিরার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৮৪ জন। তবে, উৎকণ্ঠা বাড়াচ্ছে মৃত্যু। রাজ্যে দৈনিক মৃত্যু দেড়শোর আশপাশে ঘোরাফেরা করছে। এই অবস্থায় রাজ্যে এসেছে আরও কোভিশিল্ড।
ভারতে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। তবে পরপর চারদিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষের নীচে। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমিতের সংখ্যা গত দেড়মাসে সর্বনিম্ন। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।
LGBT মানুষদের বিনামূল্যে ভ্যাকসিনেশন। টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল ও প্রান্তকথা নামে কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই কর্মসূচি পালিত হল।
বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল। কমেছে কাশি, এক্স-রে রিপোর্টে নেই উদ্বেগজনক পরিবর্তন। রক্তচাপ, অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। কমেছে বাইপ্যাপ নির্ভরশীলতা।
ব্যাঙ্ক কর্মীদের পরিবারের সদস্য ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ভ্যাকসিনেশনের আয়োজন করল স্টেট ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন। স্ট্র্যান্ড রোডে এসবিআইয়ের সমৃদ্ধি ভবনে চারশোর বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়।
কড়া করোনা বিধিভঙ্গ করায় জুটল শাস্তি! কোথাও কান ধরে উঠবোস তো কোথাও আবার কলার ধরে তোলা হল পুলিশের গাড়িতে! বাঁকুড়া থেকে বীরভূম... এক ছবি! আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।
প্রেক্ষাপট
আংশিক লকডাউন ও তারপর আরও কড়া বিধিনিষেধের সুফল মিলতে শুরু করল রাজ্যের করোনাচিত্রে। তবে তার গতি এতটাই অল্প, যে এখনই শঙ্কার আবহ পুরোপুরি দূরে সরানো যাচ্ছে না। সঙ্গে পজিটিভিটি রেটের চোখরাঙানি রয়েছে বহাল।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে নতুন করে সংক্রমিত ১১ হাজার ২৮৪ জন। গতকালও সংখ্যাটা ছিল ১১ হাজারের ঘরেই। রাজ্যে একসময় যা পৌঁছে গিয়েছিল প্রায় দৈনিক ২১ হাজারে। পাশাপাশি এই সময়পর্বে হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১৮ হাজার ৬৪২ জন। এই প্রথম রাজ্যে সুস্থতা ছাড়াল ১৮ হাজার।
একধাক্কায় ৭ হাজার ৫০০ জন কমে আপাতত রাজ্যে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৮৯৮ জন। দীর্ঘ বেশ কিছুদিন পরে যে সংখ্যা নামল ১ লক্ষের নীচে। পাশাপাশি হাসপাতাল থেকে ডিসচার্জ রেট এই মুহূর্তে পৌঁছে গিয়েছে ৯১.৩৯ শতাংশে।
গত বেশ কয়েকদিন ধরেই মৃত্যু ছিল দেড়শোর কাছাকাছি। একসময় যা ছাপিয়েও গিয়েছিল। কিন্তু রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। এই সময়পর্বে ১৪২ জন রাজ্যবাসীকে হারিয়েছি আমরা।
গত কয়েকদিনের থেকে কিছুটা বেড়ে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৭০ হাজার ৩১৫টি। যার মধ্যে ১১ হাজার ২৮৪ জনই পজিটিভ। যার সুবাদে পজিটিভিটি রেট এই মুহূর্তে ১১.০৪ শতাংশ। যা নিয়ে অবশ্য চিন্তা বজায় থাকছে সবমহলেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -