WB Corona LIVE: বয়স্কদের টিকা নিয়ে ভোগান্তি মেটাতে পুরুলিয়ায় শুরু হল ‘সহজে টিকা’ কর্মসূচি

Get Latest West Bengal Coronavirus Live Updates: রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৬ হাজার ৫৫৭ জন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 05 Jun 2021 05:08 PM

প্রেক্ষাপট

রাজ্যের আকাশ থেকে করোনার কালো মেঘ ক্রমশ ফিকে হচ্ছে। টানা জারি কড়া বিধিনিষেধের সৌজন্যে ক্রমশ নিম্নমুখী সংক্রমণ। শুক্রবারের রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত একদিনে রাজ্যে নতুন করোনা সংক্রমিতের সংখ্যা...More

WB Corona LIVE: অনিবার্য কারণে আজ রাজ্যে স্পুটনিক ভি পাঠাচ্ছে না ডক্টর রেড্ডি’জ ল্যাবরেটরি

আজ রাজ্যে আসছে না করোনা টিকা স্পুটনিক ভি। অনিবার্য কারণে আজ টিকা পাঠাচ্ছে না ডক্টর রেড্ডি’জ ল্যাবরেটরি। সোম বা মঙ্গলবার আসতে পারে রাশিয়ার করোনা টিকা।
ফলে কাল কলকাতায় হচ্ছে না স্পুটনিক ভি টিকাকরণ। সোমবারও অ্যাপোলো হাসপাতালে হবে না স্পুটনিক ভি টিকাকরণ। জানানো হয়েছে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতাল সূত্রে।