WB Corona LIVE:রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৫৮৮৭ জন, গত ২৪ ঘণ্টায় মৃত ১০৩

Get Latest West Bengal Coronavirus Live Updates: সংক্রমণের হার নামল ১০ শতাংশের নীচে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Jun 2021 07:43 PM

প্রেক্ষাপট

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ফের কমলেও মৃত্যু শতাধিক। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ হাজারের সামান্য বেশি। একদিনে মৃত্যু হয়েছে ১০৭ জনের। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সংক্রমণ নামল ১০ শতাংশের নীচে।...More

WB Corona LIVE: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৫৮৮৭ জন, গত ২৪ ঘণ্টায় মৃত ১০৩

রাজ্যে ফের কমল করোনা সংক্রমণ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৫৮৮৭ জন।গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ১০৩ জন।রাজ্যে একদিনে সুস্থ ১৪৩৫২ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১১৮১ জন, মৃত ৩২।কলকাতায় একদিনে আক্রান্ত ৬১০ জন, মৃত ২৩।