WB Corona LIVE: ফেডারেশনের উদ্যোগে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের টিকাকরণের উদ্যোগ

Get Latest West Bengal Coronavirus Live Updates: একদিনে সংক্রমণ-মৃত্যুতে টানা শীর্ষে উত্তর ২৪ পরগনা। 

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Jun 2021 01:50 PM

প্রেক্ষাপট

রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ সামান্য কমলেও উদ্বেগ রইল মৃত্যু। একদিনে সংক্রমিত ৬ হাজারের নীচে, মৃত্যু হয়েছে ১০৩ জনের। একদিনে সংক্রমণ-মৃত্যুতে টানা শীর্ষে উত্তর ২৪ পরগনা। আরও জোরাল হল আশার আলো। রাজ্যে...More

WB Corona LIVE: স্পুটনিক ভি-র অল্প সংখ্যায় প্রয়োগ শুরু হল কলকাতায়

স্পুটনিক ভি-র অল্প সংখ্যায় প্রয়োগ শুরু হল কলকাতায়। আজই হায়দরাবাদ থেকে এল ১২৫০ টি ভায়াল। রাখা হয়েছে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে।