WB Election LIVE Updates: সিএএ নিয়ে রাজনীতি করছে তৃণমূল, তোপ মুকুলের, বৈঠকের পর দলবদলের জল্পনা ওড়ালেন শান্তনু

রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে নিউ টাউনের হাতিয়াড়ায় চায়ে পে চর্চায় যোগ দিয়ে দিলীপ বললেন, ‘কলকাতা, যাদবপুরে তল্পিবাহকদের উপাচার্য করা হয়েছে। বিশ্বভারতীকেও রাজনীতির আখড়া করতে চাইছেন।’

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 31 Dec 2020 09:50 AM
সাত তারিখ আমি নেতাই যাচ্ছি। কেউ পারলে আমায় আটকে দেখাক। শুভেন্দুকে কটাক্ষ করে মন্তব্য মদন মিত্রের।
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভার পর, রাতে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলর অভিযোগ, গতকাল রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নন্দীগ্রামের মহম্মদপুরে তাদের পার্টি অফিসে ঢুকে তাণ্ডব চালায়। চেয়ার-টেবিল ভাঙচুর করে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
আহত বিজেপি কর্মীদের দেখতে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে গেলেন শুভেন্দু অধিকারী। গতকাল শুভেন্দু অধিকারীর সভায় আসার পথে, ভূতার মোড়ে আক্রান্ত হন বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, বাস ভাঙচুর করে তাদের দলীয় কর্মীদের মারধর করে তৃণমূল। যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগই অস্বীকার করা হয়। অন্যদিকে, বিজেপি কর্মীদের বাস ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সিএএ নিয়ে রাজনীতি করছে তৃণমূল। বেসুরো শান্তনুকে পাশে বসিয়ে অভিযোগ মুকুলের। সাংসদ হিসেবে কেন্দ্রের কাছেই দাবি করেছি, বললেন শান্তনু। ওড়ালেন দলবদলের জল্পনা।
বীরভূম থেকে ফেরার পথে, আজ শান্তিনিকেতনের আদিবাসী গ্রামে গেলেন মুখ্যমন্ত্রী। মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। হাঁটতে হাঁটতে ঢুকে পড়েন স্থানীয় একটি চায়ের দোকানে। সেখানে তরকারি রান্নায় হাত লাগান মুখ্যমন্ত্রী। এরপর হেলিকপ্টারে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
বীরভূম থেকে ফেরার পথে, আজ শান্তিনিকেতনের আদিবাসী গ্রামে গেলেন মুখ্যমন্ত্রী। মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। হাঁটতে হাঁটতে ঢুকে পড়েন স্থানীয় একটি চায়ের দোকানে। সেখানে তরকারি রান্নায় হাত লাগান মুখ্যমন্ত্রী। এরপর হেলিকপ্টারে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
রাজ্যে শিক্ষার রাজনীতিকরণ চলছে। আজ ফের আক্রমণ করে অভিযোগ রাজ্যপালের।
সংবিধান মানছেন না রাজ্যপাল। প্রশাসনের বিরুদ্ধে কথা বলছেন। পুলিশকে ভয় দেখাচ্ছেন। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়ে রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে সরানোর দাবি তুলেছে তৃণমূল। দাবি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের।
কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু অধিকারীকে অপসারণের পরেই, আজ সকালে শান্তিকুঞ্জে হাজির পুরুলিয়ার বিজেপি সাংসদ। জ্যোতির্ময় মাহাতোর দাবি, পরিবারের সকলের সঙ্গে কথা হয়েছে, এমনকি শিশির অধিকারীর সঙ্গেও। এটিকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ।
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে একই ফ্লেক্সে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও অধীর চৌধুরীর ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। ফ্লেক্সে লেখা, আমরা দুই দাদাকে একসঙ্গে দেখতে চাই। মঙ্গলকোট অঞ্চল কংগ্রেসের নামে লাগানো হয়েছে ফ্লেক্স। কংগ্রেসের কটাক্ষ, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে গ্রন্থাগারমন্ত্রী নিজেই মঙ্গলকোটে ঢুকতে পারেন না। অধীর চৌধুরীই সেখানে ত্রাতা। অন্যদিকে, মন্ত্রীর দাবি, প্রথমে এই ফ্লেক্স টাঙালেও, পরে তা সরিয়ে ফেলা হয়। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।বিজেপির কটাক্ষ, এর ফলে প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পাল্টা গেরুয়া শিবিরের বিরদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল।
প্রধানমন্ত্রীর নামে কটূক্তির প্রতিবাদ করায়, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল মালদার চাঁচলে। আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ, কয়েকজন তৃণমূল কর্মী প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করায়, তিনি প্রতিবাদ করেন। এর জেরে তাঁকে মারধর করা হয় বলে বিজেপি কর্মীর অভিযোগ। চাঁচল থানায় অভিযোগ দায়ের হয়। একুশের জানুয়ারি থেকে মারের বদলা মার হবে বলে হুমকি দিয়েছে বিজেপি। গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা, বলে পাল্টা দাবি করেছে তৃণমূল।
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভার পর, রাতে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলর অভিযোগ, গতকাল রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নন্দীগ্রামের মহম্মদপুরে তাদের পার্টি অফিসে ঢুকে তাণ্ডব চালায়। চেয়ার-টেবিল ভাঙচুর করে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
হাওড়ার শালিমারে যুব তৃণমূল নেতাকে খুনের ঘটনায়, পূর্ব বর্ধমানের মেমারি থেকে ২ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। আজও থমথমে গোটা এলাকা। বি গার্ডেন গেট এলাকায় বন্ধ রয়েছে দোকানপাট। কয়েকটি রুটের বাস পরিষেবা বন্ধ রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে যুব তৃণমূল নেতার খুনের কারণ ঘিরে এখনও ধোঁয়াশা। প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন যুব তৃণমূল নেতা ধর্মেন্দ্র সিংহ। কয়েকবছর আগে একটি খুনের মামলায় গ্রেফতারও হন তিনি।সেই পুরনো বিবাদের জেরেই খুন কিনা, খতিয়ে দেখছে পুলিশ। গতকাল বিকেলে শালিমার স্টেশনের সামনে দিয়ে বাইকে চড়ে যাওয়ার সময়, গুলিবিদ্ধ হন যুব তৃণমূল নেতা।হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। গুলিতে জখম যুব তৃণমূল নেতার সঙ্গীও। খুনের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। খুনের সঙ্গে রাজনীতির যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

প্রেক্ষাপট

কলকাতা: একুশের নির্বাচন যত এগিয়ে আসছে, শাসক ও বিরোধী তরজা তত তীব্র হচ্ছে। রোজই একে অন্যের দিকে নিশানা করে তোপ দেগে চলেছেন তৃণমূল কংগ্রেস ও বিজেপির নেতা-নেত্রীরা।

বুধবারও তার ব্যতিক্রম হল না। রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে নিউ টাউনের হাতিয়াড়ায় চায়ে পে চর্চায় যোগ দিয়ে দিলীপ বললেন, ‘কলকাতা, যাদবপুরে তল্পিবাহকদের উপাচার্য করা হয়েছে। বিশ্বভারতীকেও রাজনীতির আখড়া করতে চাইছেন।’

সব্জি-আনাজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন দিলীপ। তিনি বলেছেন, ‘যে আলু ৫ টাকায় বিক্রি হয়, তা ৪৫ টাকায় কিনতে হয়েছে। পেঁয়াজ ৩ টাকায় বিক্রি করে ৮০ টাকায় কিনতে হয়েছে। এই তো রাজ্যের কৃষকদের অবস্থা। মুখ্যমন্ত্রীর ভাইরা কাটমানি খাচ্ছে, মরছে কৃষক।’ তাঁর কটাক্ষ, ‘সবাই সন্দেহ বাতিকের পর্যায়ে চলে গিয়েছে। দিদি ভাবছেন, সবাই বোধহয় বিজেপি হয়ে গিয়েছে। এটা একটা অসুখের পর্যায়ে চলে গিয়েছে। সরকারের উপর ভরসা নেই। জনগণের উপর ছেড়ে দিতে হচ্ছে? হারের ভয়ে মানুষ এমন অসংলগ্ন কথা বলে।’

ফের পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলে ভাঙন। দল ছাড়লেন হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা জেলা পরিষদ সদস্য সোমনাথ ভুঁইয়া। বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উস্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এই নেতার। দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সভা করে, তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। আর সেই দিনই তাঁর জেলায় ফের ভাঙন ধরল তৃণমূলে। এবার দল ছাড়লেন তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সদস্য সোমনাথ ভুঁইয়া। যিনি শুভেন্দুর অনুগামী বলেই পরিচিত। এবার গন্তব্য কি বিজেপি? শুভেন্দু-ঘনিষ্ঠ সোমনাথের কথায় সেই সম্ভাবনা উজ্জ্বল। শুভেন্দু অধিকারীর অনুগামীর দলত্যাগকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। যদিও, এনিয়ে সুর চড়াতে দেরি করেনি বিজেপি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.