কলকাতা: রাজ্যপালের বিধানসভায় ঢোকা নিয়ে তৈরি হল নজিরবিহীন পরিস্থিতি। নির্দিষ্ট গেট বন্ধ থাকায়, অন্য গেট দিয়ে ঢুকতে হল বিধানসভায়। সকাল সাড়ে দশটার কিছুক্ষণ পর আজ বিধানসভায় আসেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের জন্য নির্দিষ্ট ৩ নম্বর গেট বন্ধ থাকায়, অন্য গেট দিয়ে বিধানসভার ভিতরে ঢোকেন তিনি। বিধানসভা সূত্রে খবর, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের অন্যত্র কর্মসূচি থাকায়, তিনি আজ বিধানসভায় থাকতে পারছেন না বলে আগেই জানিয়েছেন।


গেট বন্ধ থাকায় ক্ষুব্ধ রাজ্যপাল বলেছেন, ‘অধিবেশন স্থগিত মানে বিধানসভা বন্ধ নয়। স্পিকার আমাকে স্বাগত জানাবেন বলেছিলেন। সেটা জানতে পেরে আমি সম্মতি জানাই। কী এমন ঘটল স্পিকার অনুপস্থিত থাকলেন? অপমানিত বোধ করছি। গণতন্ত্র এভাবে চলতে পারে না।’