‘হাউডি মোদি’র জন্য স্ত্রীর জন্মদিন পালন করতে পারলেন না মার্কিন সেনেটর, ‘সরি’ বললেন মোদি
Web Desk, ABP Ananda | 23 Sep 2019 06:48 PM (IST)
প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, ওই মার্কিন সেনেটরের স্ত্রী স্যান্ডির কাছে মোদি দুঃখপ্রকাশ করছেন।
হিউস্টন: রবিবার হিউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মার্কিন সেনেটর জন কর্নিন। সেদিনই আবার ছিল তাঁর স্ত্রীর জন্মদিন। তবে মোদির অনুষ্ঠানে থাকার কারণে স্ত্রীর জন্মদিন সেলিব্রেট করতে পারেননি কর্নিন। যে কারণে তাঁর স্ত্রীর কাছে দুঃখপ্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, ওই মার্কিন সেনেটরের স্ত্রী স্যান্ডির কাছে মোদি দুঃখপ্রকাশ করছেন। মোদি বলেন, ‘আমি দুঃখিত কারণ আজ আপনার জন্মদিন আর আপনার জীবনসঙ্গী আমার সঙ্গে রয়েছেন। আজ আপনি নিশ্চয়ই আমাকে ঈর্ষা করছেন।’ মোদি যখন কথাগুলো বলছেন, পাশে দাঁড়িয়ে থাকা মার্কিন সেনেটরের মুখে স্মিত হাসি। এরপরই মোদি বলেন, ‘আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনার জীবন মধুর হোক। ভবিষ্যৎ হোক উজ্জ্বল আর শান্তিপূর্ণ। অনেক শুভেচ্ছা।’ টুইটারে ভিডিওটি পোস্ট হওয়ামাত্র তা ভাইরাল হয়ে যায়। দুঘণ্টার মধ্যে সাত হাজারের কাছাকাছি লাইক ও এক হাজারের বেশি রিটুইট হয়। ৪০ বছরের বিবাহিত জীবনে দুই কন্যাসন্তানের বাবা টেক্সাসের সেনেটর কর্নিন।