নয়াদিল্লি: রাফাল-বিতর্কে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন রাহুল গাঁধী। সামরিক কর্মীদের উদ্দেশ্যে লেখা একটি বার্তায় তিনি জানান, যারা জওয়ানদের অসম্মান করেছে ও চুরি করেছে, তাদের বিচার তিনি করবেন।
এদিন টুইটারে মোদী সরকারকে আক্রমণ করে কংগ্রেস সভাপতি লেখেন, বায়ুসেনার প্রত্যেক অফিসার এবং জওয়ান যাঁরা দেশের সেবা করেছেন। শহিদ হওয়া প্রত্যেক ভারতীয় বায়ুসেনার পাইলটের পরিবার। হ্যাল (হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড) কাজ করা প্রত্যেক কর্মী। আমরা আপনাদের যন্ত্রণা শুনেছি। আমরা বুঝি আপনাদের মনের অবস্থা। যাঁরা আপনাদের অসম্মান করেছে, যাঁরা আপনাদের থেকে চুরি করেছে, তাদের বিচার করবই।





বেশ কিছুদিন ধরেই রাফাল-যুদ্ধবিমান চুক্তি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করে চলেছেন রাহুল। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী তাঁর ‘অন্তরঙ্গ’ বন্ধুদের পকেটে টাকা ঢুকিয়ে দিচ্ছে।
গতকালই তিনি বলেছিলেন, দেশের ‘চৌকিদার’ মোদী গরিবদের থেকে টাকা ছিনিয়ে শিল্পপতি অনিল অম্বানির হাতে তুলে দিয়েছেন। রাফাল-চুক্তি সংক্রান্ত একাধিক প্রশ্ন করা সত্ত্বেও প্রধানমন্ত্রী কোনও উত্তর দেননি বলেও অভিযোগ করেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, শহিদ থেকে শুরু করে জওয়ান ও গরিবদের পকেট থেকে ২০ হাজার টাকা বের করে তা অম্বানির পকেটে দিয়েছেন দেশের চৌকিদার।
তিনি যোগ করেন, একদিকে রয়েছে হ্যাল-- যারা ৭০ বছর ধরে বিমান তৈরি করে। অন্যদিকে, অনিল অম্বানি(সংস্থা) জীবনে একটিও বিমান তৈরি করেনি। তাছাড়া, সংস্থার নামে অদেয় ৪৫ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণও রয়েছে।