জামশেদপুর:  স্বামী-স্ত্রী দুজনে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। আচমকাই সরাইকেল্লা-খরস্বান জেলার বিরাজপুর স্টেশনের কাছে ছ-সাতজনের একটি দল ঘিরে ধরে ওই দম্পতিকে। স্বামীকে তারা বন্দি করে ফেলে, তরুণীকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু মেয়েটি চেঁচাতে শুরু করায় বেকায়দায় পড়ে যায় ওই দুষ্কৃতী দল। তখন তারা মহিলাকে জোর করে কাছের ঝোপে টেনে নিয়ে গিয়ে জোর করে অশ্লীল ছবি তুলতে বাধ্য করে। সেই ছবিগুলির ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ারও হুমকি দেওয়া হয়।

 

এই ঘটনাটি ঘটে গত ১৫ সেপ্টেম্বর। মহিলার সঙ্গে জোরজবরদস্তির সময় আচমকাই গ্রামবাসীদের নজরে এসে যান দম্পতি। এরপরই গ্রামের প্রধান গামারিয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। নির্যাতিতা মহিলার বয়ানের ভিত্তিতে এক অভিযুক্তকে চিহ্নিতও করেছে পুলিশ। অভিযুক্তের নাম উজ্জ্বল মাহাতো। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।