মুম্বই: লকডাউন চলাকালীনই সুখবর দিলেন হার্দিক পাণ্ড্য। ভারতীয় দলের অলরাউন্ডার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন, ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানে বান্ধবী নাতাশা স্তাঙ্কোভিচকে বিয়ে করেছেন তিনি। সঙ্গে জানালেন, স্ত্রী নাতাশা সন্তানসম্ভবা। ‘বেবি বাম্পে’র ছবি শেয়ার করে হার্দিক জানালেন শীঘ্রই তিনি বাবা হতে চলেছেন!

নাতাশার বেবি বাম্পের ছবি শেয়ার করে হার্দিক লিখলেন, ‘নাতাশা ও আমার এই প্রেমের সফরটা খুবই আনন্দময় ও সুখের৷ আর এবার তো এই সফরটা আরও রঙিন হতে চলেছে৷ আমাদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য৷ আমি আর নাতাশা দু’জনেই খুব উত্তেজিত নতুন জীবনে পা রাখার জন্য৷ আপনাদের সবার আশীর্বাদ চাই...।’



চলতি বছরের ১ জানুয়ারি সার্বিয়ান মডেল নাতাশার সঙ্গে বাগদান করেন হার্দিক৷ বছরের শুরুতেই দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে নাতাশার সামনে হাঁটু গেড়ে বসে আংটি পরিয়ে দিয়েছিলেন হার্দিক৷ সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছিল৷ তারপর থেকে নাতাশার সঙ্গে লিভ ইন করছিলেন তারকা অলরাউন্ডার। রবিবার তাঁর বাবা হওয়ার সুখবরটা দিলেন হার্দিক।

বিরাট কোহলি থেকে রবি শাস্ত্রী, পাণ্ড্য দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফেরা। বিরাট ট্যুইট করেছেন, 'তোমাদের দুজনকেই অনেক অভিনন্দন। পরিবারের তৃতীয় সদস্যের জন্য আগাম ভালবাসা আর আশীর্বাদ রইল।' শাস্ত্রী লিখেছেন, 'হার্ডি ও নাতাশাকে অনেক অভিনন্দন।' যুজবেন্দ্র চাহাল লিখেছেন, 'অভিনন্দন'।