নয়াদিল্লি: সম্প্রতি পশ্চিমবঙ্গ-ওড়িশায় তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় উমপুন। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলিতে এখনও সেই ক্ষত দগদগে। এরই মধ্যে দেশের অন্য প্রান্তে আঘাত হানতে চলেছে আরও একটি ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে মহারাষ্ট্র ও গুজরাতের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়।


ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) ডিরেক্টর সুনীতা দেবী জানিয়েছেন, ‘দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য আরব সাগর এবং লাক্ষাদ্বীপে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।’

আইএমডি সূত্রে আরও জানা গিয়েছে, এই নিম্নচাপ উত্তরদিকে এগিয়ে যেতে পারে। ৩ জুন সেটি মহারাষ্ট্র ও গুজরাতের উপকূলে পৌঁছবে। ২ থেকে ৪ জুন পর্যন্ত মহারাষ্ট্রের দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ২ ও ৩ জুন মহারাষ্ট্রের উত্তর উপকূল অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। ৩ থেকে ৫ জুন পর্যন্ত গুজরাত, দমন ও দিউ, দাদার ও নগর হাভেলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪ জুন পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।