খরার: পঞ্জাবে খুন হলেন ওষুধ ও খাদ্য রাসায়নিক পরীক্ষাকেন্দ্রের এক মহিলা আধিকারিক। নেহা শোরি নামে ওই আধিকারিকের দফতরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় বলবিন্দর সিংহ নামে এক ব্যক্তি। তিনটি গুলি চালানোর পর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলবিন্দর। স্থানীয় লোকজন তাকে ধরে ফেলেন। সে প্রথমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায়। পরে পালানোর উপায় নেই দেখে নিজের শরীরেই গুলি চালায়। সে এখন চণ্ডীগড়ের একটি হাসপাতালে ভর্তি। তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মোরিন্দা অঞ্চলে বলবিন্দরের একটি ওষুধের দোকান ছিল। ২০০৯ সালে রোপারের জেলা ড্রাগস ইন্সপেক্টর হিসেবে কাজ করার সময় সেই দোকানে তল্লাশি চালাতে গিয়ে মাদক উদ্ধার করেন নেহা। তিনি বলবিন্দরের ওষুধের দোকানের লাইসেন্স বাতিল করে দেন। সেই রাগেই .৩২ বোরের রিভলভার দিয়ে গুলি করেন বলবিন্দর। কয়েকমাস আগেই ওই রিভলভারের লাইসেন্স নেওয়া হয়। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মাদক রাখার অভিযোগে ওষুধের দোকানের লাইসেন্স বাতিল, পঞ্জাবে মহিলা আধিকারিককে গুলি করে খুন
Web Desk, ABP Ananda
Updated at:
30 Mar 2019 07:31 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -