নয়াদিল্লি: ভারতে চিনা সেনাবাহিনীর অনুপ্রবেশ নিয়ে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ালেন রাহুল গাঁধী। চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এখনও লাদাখে ভারতীয় ভূখণ্ড দখল করে রয়েছে বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদ। এক ভিডিও বার্তায় রাহুল বলেছেন, এখন তো এটা স্পষ্ট যে, চিনারা আমাদের জমিতে ঢুকেছে। এটা আমায় বিব্রত করে। সত্যি বলতে গেলে, আমার রক্ত গরম হয়ে ওঠে। কী করে অন্য দেশ আমাদের ভূখণ্ডে প্রবেশ করে?
রাহুলকে সীমান্ত সংঘাত নিয়ে মন্তব্যের জন্য সমালোচনায় বিদ্ধ করেছে বিজেপি। পাল্টা আজ রাহুল ‘সত্যিটাকে লুকিয়ে রাখা’, চিনাদের ভারতীয় ভূখণ্ডে ঢুকতে দেওয়া ‘দেশ-বিরোধী’ কাজ, আর তা দেশবাসীর গোচরে আনাটাই ‘দেশপ্রেম’ বলে মন্তব্য করেন। বলেন, আমার মতে, যারা চিনাদের আমাদের দেশে ঢোকা নিয়ে মিথ্যা বলছে, তারা জাতীয়তাবাদী নয়। যারা মিথ্যা বলছে, বলছে যে, চিনারা ভারতের জমিতে নেই, তারা দেশপ্রেমিক নয়।

নিজের রাজনৈতিক ক্ষতি হয় হোক, কিন্তু তিনি ভারতের জনগণকে চিনা অনুপ্রবেশ নিয়ে মিথ্যে বলবেন না বলে জানান রাহুল। বলেন, খোলাখুলি বলছি, এতে আমার রাজনৈতিক ক্ষতি হলেও কেয়ার করি না, রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গেলেও ভাবব না। ভারতের ভূখন্ড নিয়ে সত্যি কথাই বলে যাব। কেউ যদি চায়, আমি মিথ্যা বলি যে, চিনারা এদেশে ঢোকেনি, আমি মিথ্যা বলব না।
‘চিনের ওপর কঠিন প্রশ্ন’ শীর্ষক সংক্ষিপ্ত ভিডিওটি ভারত-চিন সংঘাত নিয়ে রাহুলের চতুর্থ ভিডিও। এতে রাহুল বলেছেন, একজন ভারতীয় হিসাবে দেশ ও তার জনগণই তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার। যারা বলছে, চিন নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলে ভারত দুর্বল হবে, তাদের সম্পর্কে আপনাদের কী প্রতিক্রিয়া? কৃত্রিম উপগ্রহে পাঠানো ছবি দেখেছি, প্রাক্তন সেনাকর্তাদের সঙ্গেও কথা বলেছি, তারপরও যদি চান, রাজনীতিক হিসাবে মুখ বুজে থাকব, আমার দেশবাসীকে মিথ্যা বলব!