কলকাতা: ‘রাজ্যের বকেয়া মিটিয়ে দিন’, আইসিএমআরের অত্যাধুনিক ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের একবার অনুরোধ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে স্মরণ করিয়ে দিলেন, উমপুন ক্ষতিপূরণ হিসেবে প্রাথমিক ১০০০ কোটি টাকা ছাড়া আর কিছুই দেয়নি কেন্দ্র। ‘মেহেরবানি’ করে অল্প অল্প করে বকেয়া টাকা মিটিয়ে দিলে রাজ্য ভাল করে কাজ করতে পারবে, ভার্চুয়াল অনুষ্ঠানে মোদিকে বললেন মমতা।
কলকাতায় আইসিএমআরের অত্যাধুনিক ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদিকে বলেন, “ভাল পদক্ষেপ, তবে রাজ্যের হাসপাতালগুলোতেও এমন ল্যাব পেলে আরও ভাল হত। এতে টেস্টের পরিমাণ আরও বাড়ত।” এরপরই কেন্দ্রের কাছে রাজ্যের তরফে তিনটি আর্জি রাখেন তিনি।