নয়াদিল্লি: আজ বিশ্ব রক্তদাতা দিবস। ২০০৪ থেকে জুন মাসের ১৪ তারিখ এই দিনটা পালিত হয় সমস্ত রক্তদাতাদের উদ্দেশে। আজকের দিনে রক্তদান করবেন? মাথায় রাখুন কিছু জিনিস।

  • রক্ত দিতে যাওয়ার আগে দেখে নিন আপনার জ্বর বা সর্দি কাশি আছে কিনা।

  • কোনও অ্যান্টিবায়োটিক বা ইনসুলিন ট্রিটমেন্ট যাতে না চলে তা নিশ্চিত করুন।

  • হার্টের সমস্যা, হাইপার টেনশন, মধুমেহ, ক্যান্সারের কোনও উপসর্গ, কিডনির অসুখ, বা কোনওরকম ক্রনিক অসুখ থাকলে রক্ত দিতে যাবেন না।

  • ৬ মাসের মধ্যে কোনওরমক অস্ত্রোপচার হলে রক্ত না দেওয়াই ভালো।

  • ২৪ ঘণ্টার মধ্যে কোনও ভ্যাকসিনেসন নেওয়া যাবে না।

  • অন্তঃস্বত্ত্বা অবস্থায় রক্ত না দেওয়াই ভালো।

  • যদি এর আগে রক্ত দিতে গিয়ে আপনি অজ্ঞান হয়ে যান তাহলে এখনই রক্ত না দেওয়া ভালো।

  • কোনওরমক ড্রাগ নিয়মিত সেবন করলে রক্তদান করবেন না।

  • রক্তের জন্য কোনও ওষুধ খেলে রক্তদান করবেন না।

  • একাধিক মানুষের সঙ্গে যৌন মিলন করলে রক্তদানে বাড়তে পারে বিপদ।

  • গত ৪৮ ঘণ্টায় অ্যালকোহল সেবন করা চলবে না।


এই বিষয়গুলি মাথায় রেখে আপনি রক্তদান করতে পারেন। তবে সবার আগে মেনে চলুন সুরক্ষাবিধি।