ব্রিস্টল: পেশির চোটের জন্য বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে তাঁর মাঠে নামা নিয়ে আচমকাই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে ফিটনেস পরীক্ষায় পাশ করে গেলেন ডেভিড ওয়ার্নার। আজ, শনিবার, আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে আরও কোনও সংশয় নেই।
শুক্রবার অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়ে দিয়েছেন, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ওয়ার্নার। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ার্নার-ফিঞ্চ ওপেনিং জুটি অস্ট্রেলিয়ার তুরুপের তাস হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, নির্বাসন কাটিয়ে এক বছরের বেশি সময় পরে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে ফিরছেন ওয়ার্নার। তবে ইতিমধ্যে কয়েকটি প্রস্তুতি ম্যাচে খেলে ফেলেছেন ওয়ার্নার। আফগানিস্তানের বিরুদ্ধে তিন নম্বরে খেলতে পারেন উসমান খাওয়াজা। চারে দেখা যেতে পারে স্টিভ স্মিথকে। নতুন বলে বোলিং আক্রমণ শুরু করতে পারেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।
ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ ওয়ার্নার, আজ খেলবেন আফগানিস্তানের বিরুদ্ধে
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jun 2019 02:53 PM (IST)
আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ার্নার-ফিঞ্চ ওপেনিং জুটি অস্ট্রেলিয়ার তুরুপের তাস হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -