নয়াদিল্লি: রাজ্যসভায় (Rajya Sabha) এবার দায়িত্ব বাড়ল আম আদমি পার্টির (Aam Aadmi Party)) সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha)। রাঘবকে রাজ্যসভার দলনেতা করল AAP. এতদিন ওই দায়িত্বে ছিলেন সঞ্জয় সিংহ। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি তিনি। তাঁর অনুপস্থিতিতে রাঘবের কাঁধে গুরুদায়িত্ব অর্পণ করলেন অরবিন্দ কেজরিওয়াল।


রাঘবকে গুরুদায়িত্ব অর্পণ করল AAP


রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে সেই মর্মে চিঠিও ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে AAP, তাতে বলা হয়েছে, স্বাস্থ্যজনিত সমস্যাও রয়েছে সঞ্জয়ের। তাঁর অনুপস্থিতিতে আপাতত দলনেতার দায়িত্ব সামলাবেন রাঘব। রাজ্যসভার সেক্রেট্যারিয়ট ওই চিঠিপ্রাপ্তির কথা স্বীকার করেছে। রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে চিঠিটি রয়েছে। AAP-এর সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর হবে বলে খবর।


রাজ্যসভার অন্যতম কনিষ্ঠ সদস্য রাঘব। বর্তমানে রাজ্যসভায় মোট ১০ জন সাংসদ রয়েছে AAP-এর। বিজেপি, কংগ্রেস এবং তৃণমূলের পর রাজ্যসভায় চতুর্থ বৃহত্তম দল AAP. দলের হয়ে বরাবরই সংসদে সক্রিয় রাঘব। সরকারের উদ্দেশে ঝাঁঝাল প্রশ্ন ছুড়ে দিতে অভ্যস্ত তিনি। এত কম বয়সে রাঘবের রাজনৈতিক সক্রিয়তা নিয়ে মস্করাও করতে দেখা যায় ধনকড়কে।


আরও পড়ুন: Lok Sabha Security Breach: ‘অহেতুক রাজনীতি হচ্ছে’, লোকসভায় তাণ্ডবের ঘটনায় সাংসদদের চিঠি স্পিকারের


দিল্লিতেই জন্ম রাঘবের। দিল্লি ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েন। লন্ডন স্কুল অফ ইকনমিক্সে MBA সার্টিফিকেশন কোর্সও করেছেন। ডেলয়েটে একসময় একটি সংস্থায় কাজও করেছেন রাঘব। দেশে ফিরে নিজের পৃথক সংস্থাও খোলেন তিনি। কিন্তু লোকপাল বিল নিয়ে যখন উত্তাল দিল্লি, সেই সময় কেজরিওয়ালের সান্নিধ্যে এসে পড়েন, তাতেই রাজনীতিতে যোগদান।


রাজনীতিতে একের পর এক মাইলফলক রাঘবের


২০১৫ সালে সালে মাত্র ২৬ বছর বয়সে AAP-এর জাতীয় কোষাধ্যক্ষ হন রাঘব। ২০১৯৮ সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপি-র রমেশ বিদুরির কাছে পরাজিত হন। তার পর, ২০২০ সালে রাজেন্দ্রনগর থেকে বিধায়ক নির্বাচিত হন, দায়িত্ব পান দিল্লি জল বোর্ডের। ২০২২ সালে তাঁকে রাজ্যসভায় পাঠায় AAP. ৩৩ বছর বয়সে রাজ্যসভার কনিষ্ঠতম সাংসদ হন রাঘব।


দেশের উন্নয়ন এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থেই যুবসমাজের রাজনীতিতে যোগদান করা উচিত বলে মত রাঘবের। তাঁর কথায়, "সঠিক ব্যাকগ্রাউন্ড না থাকলে রাজনীতিতে জায়গা করা কঠিন। কিন্তু রাজনীতিও পাল্টাচ্ছে। ২৩ বছর বয়সে রাজনীতিতে এসেছিলাম। ২৫ বছর বয়সে দলের জাতীয় কোষাধ্যক্ষের দায়িত্ব পাই।"