বিজেন্দ্র সিংহ, সৌমিত্র রায়, নয়াদিল্লি: অম্বেডকর ইস্যুতে আজও উত্তপ্ত সংসদ, বেনজির ছবি সংসদ চত্বরে। অধিবেশন শুরুর আগে কংগ্রেস ও বিজেপি সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।অম্বেডকরকে কে অপমান করেছে, এই নিয়ে শাসক-বিরোধী তরজা। অম্বেডকরকে অমিত শাহ অপমান করেছেন বলে মকরদ্বারে বিরোধীদের বিক্ষোভ। এদিকে,কংগ্রেসই অম্বেডকরকে অপমান করেছে বলে পাল্টা অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপি সাংসদদের। 


ধাক্কাধাক্কিতে আহত ২ বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গী, মুকেশ রাজপুত । সারঙ্গীর অভিযোগ, রাহুল গান্ধী তাঁকে ধাক্কা মারেন। প্রিয়ঙ্কা গান্ধীর অভিযোগ, বিজেপি অম্বেডকরের ছবি বিকৃত করেছে। ধাক্কাধাক্কিতে হাঁটুতে চোট পেয়েছেন বলে দাবি কংগ্রেস সভাপতি ও রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের।প্রতিবাদে এন্টালিতে বিধান ভবনের বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার। বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ, মাথা ফাটল পুলিশকর্মীর।


সংবিধান স্রষ্টাকে অপমানের অভিযোগ অমিত শাহের বিরুদ্ধে।আর তাকে কেন্দ্র করে আইন প্রণয়নের মন্দিরের সামনেই বেনজির ধস্তাধস্তিতে জড়ালেন কংগ্রেস এবং বিজেপি সাংসদরা।রীতিমতো রক্তারক্তিকাণ্ড। জখম হলেন বিজেপি সাংসদ। পায়ে চোট লাগল কংগ্রেস সভাপতি ও রাজ্য়সভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের।সংসদ ভবন চত্বরে ধাক্কাধাক্কির মধ্য়েই উঠল 'জয় ভীম','জয় হিন্দ' স্লোগান। মাথায় আঘাত লাগল ওড়িশার বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গীর। রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি।


ওড়িশা বালেশ্বর বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গী বলেন, রাহুল গান্ধী একজন সাংসদকে ধাক্কা মারে, তিনি আমার ওপর পড়ে যান, আমি নীচে পড়ে যাই। বিজেপি সাংসদের অভিযোগ আপনি তাঁকে ধাক্কা মেরেছেন। তাঁর চোট লেগেছে,  সাংবাদিকের এই কথার উত্তরে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, না না, দেখুন, আপনাদের ক্যামেরায় নিশ্চয় থাকবে, এটা সংসদের প্রবেশ দ্বার, আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম। বিজেপি সাংসদ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন, ধাক্কা দিচ্ছিলেন, আমাকে ধমকাচ্ছিলেন।  


অভিযোগ, কংগ্রেস সাংসদের ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন উত্তরপ্রদেশের ফারুখাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুতও। দুই বিজেপি সাংসদই হাসপাতালে ভর্তি।পাল্টা, বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার দলনেতা রাহুল গান্ধীকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে।


আরও পড়ুন, অব্যাহত OMR জট, প্রশ্নবাণে বিদ্ধ SSC; আগামী বছর ফের শুনানি


গোটা ঘটনার সূত্রপাত, সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে নিয়ে মঙ্গলবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিতর্কিত মন্তব্য় ঘিরে। লাগাতার এর প্রতিবাদ করছে কংগ্রেস-সহ বিরোধীরা। বৃহস্পতিবার, সংসদ চত্বরে আম্বেদকরের মূর্তির পাদদেশে জড়ো হয়ে, প্ল্যাকার্ড হাতে মিছিল করে মকর দ্বারের দিকে আসেন কংগ্রেস-সহ বিরোধীদের জোট 'INDIA'-র সাংসদরা। কিন্তু, আগে থেকেই মকর দ্বারের সামনে অবস্থান-বিক্ষোভ করছিলেন বিজেপি সাংসদরা। বিরোধী সাংসদরা এখানে এসে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।