India at 2047 Summit: সকালে ঘুম থেকে তোলার জন্য ক্রিকেটে ভর্তি করেছিল বাবা: মিতালি রাজ

ABP India at 2047 Summit Live: স্বাধীনতার শতবর্ষে 'বিকশিত ভারতে'র স্বপ্ন।

ABP Ananda Last Updated: 06 May 2025 03:40 PM

প্রেক্ষাপট

পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা ভারত। আজ ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশ। আন্তর্জাতিক মহলে 'বিশ্বগুরু' হয়ে ওঠার লক্ষ্যে এগোচ্ছে ভারত। ২০৪৭ সালের মধ্যে, স্বাধীনতার শততম বর্ষে দেশকে 'বিকশিত ভারতে' পরিণত করার...More

Mithali Raj: সকালে ঘুম থেকে তোলার জন্য ক্রিকেটে ভর্তি করেছিল বাবা: মিতালি রাজ

ভারতনাট্যম শিখতাম। সকালে ঘুম থেকে তোলার জন্য ক্রিকেটে ভর্তি করেছিল বাবা। দাদার সঙ্গে যেতাম প্র্যাকটিসে। কোচ বলেছিলেন, দাদা সিরিয়াস নয় খেলা নিয়ে। মেয়েকের উপর বিনিয়োগ করতে বলেছিলেন কোচ। বাবা বলেছিলেন, ক্রিকেট মেয়েদের জন্য নয়। তখন ওই অ্যাকাডেমি মেয়েদের ভর্তি নিত না: মিতালি রাজ।