= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Mithali Raj: সকালে ঘুম থেকে তোলার জন্য ক্রিকেটে ভর্তি করেছিল বাবা: মিতালি রাজ ভারতনাট্যম শিখতাম। সকালে ঘুম থেকে তোলার জন্য ক্রিকেটে ভর্তি করেছিল বাবা। দাদার সঙ্গে যেতাম প্র্যাকটিসে। কোচ বলেছিলেন, দাদা সিরিয়াস নয় খেলা নিয়ে। মেয়েকের উপর বিনিয়োগ করতে বলেছিলেন কোচ। বাবা বলেছিলেন, ক্রিকেট মেয়েদের জন্য নয়। তখন ওই অ্যাকাডেমি মেয়েদের ভর্তি নিত না: মিতালি রাজ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
India At 2047 Live Updates: ভারতীয় সেনার সঙ্গে পেরে উঠবে না জেনেই ছায়াযুদ্ধ চালায় পাকিস্তান: লেফটেন্যান্ট জেনারেল দেবেন্দ্র প্রতাপ পান্ডে ভারতীয় সেনার সঙ্গে পেরে উঠবে না জেনেই ছায়াযুদ্ধ চালায় পাকিস্তান। জানে, হেরে পর্যুদস্ত হতে হবে ওদের। আমাদের সেনা এগিয়ে, অর্থনীতি এগিয়ে। সন্ত্রাস ওদের রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে: লেফটেন্যান্ট জেনারেল দেবেন্দ্র প্রতাপ পান্ডে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Ajay Bisaria: 'পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে তাড়াহুড়ো উচিত নয়', বললেন প্রাক্তন ভারতীয় হাই কমিশনার পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। তবে এই প্রথন বার নয়। বার বার ভারতে জঙ্গি হামলা হয়েছে। প্রত্যেক বারই ভিন্ন রকম জবাব দিয়েছে ভারত। ২০১৬ এবং ২০১৯ সালে কড়া জবাব দিই আমরা। আজ ফের এই ঘটনা ঘটিয়েছে পাকিস্তান। ভারত ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে। সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত বড় পদক্ষেপ। এতে পাকিস্তানের জল আটকে যাবে। সামরিক পদক্ষেপ হওয়াও জরুরি। কিন্তু তাড়াহুড়ো কার ঠিক হবে না: প্রাক্তন ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Swami Shivadhyanam Saraswati: যোগশিক্ষায় কোনও ধর্মীয় রং থাকে না: স্বামী শিবধ্যানম সরস্বতী যোগশিক্ষায় কোনও ধর্মীয় রং থাকে না। কোনও বাধা-বিঘ্ন থাকে না। সকলের লাভের কথা ভাবা হয়। মন্ত্রচারোণের মাধ্যমে উন্মুক্ত হয় মস্তিষ্ক: স্বামী শিবধ্যানম সরস্বতী।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Gary Mehigan: একসঙ্গে বেঁধে বেঁধে থাকার ভাবনা, আর কোথাও এই অভিজ্ঞতা হয়নি: তারকা শেফ গ্যারি মেহিগান আমি এই দেশকে ভালবাসি। এখানকার সংস্কৃতি, ইতিহাস আমার খুব প্রিয়। আপনাদের উৎসব, খাবারকে সবচেয়ে ভালবাসি। ভারতের মতো আর কেউ উদযাপন করতে জানে না। প্রত্যেক উৎসবে মধ্যমণি খাবার। একসঙ্গে বেঁধে বেঁধে থাকার ভাবনা। আর কোথাও এই অভিজ্ঞতা হয়নি: তারকা শেফ গ্যারি মেহিগান।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Jayan Mehta: ভারতের বৃহত্তম কৃষিপণ্য দুধ: জয়ন মেহতা ভারতের বৃহত্তম কৃষিপণ্য দুধ। গম, চাল, তৈলবীজের চেয়েও বেশি উৎপাদন। সমবায় ক্ষেত্রই এই সাফল্যের অধিকারী, বললেন Amul-এর ম্যানেজিং ডিরেক্টর জয়ন মেহতা।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Vikram Sampath: RSS সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার বাধ্যবাধকতা ছিল না: বিক্রম সম্পত স্বাধীনতা সংগ্রামের সময় RSS একটি সাংস্কৃতিক এবং সামাজিক সংস্থা ছিল। আজও তাই আছে। প্রত্যেক সস্থাকে দেশের সংগ্রামে যোগ দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। কিন্তু ইংরেজরা লিখে গিয়েছে, RSS-কে ওরা বিশ্বাস করে না: বিক্রম সম্পত।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Vikram Sampath:স্বাধীনতা সংগ্রামের নতুন ইতিহাস রচনা করা প্রয়োজন: বিক্রম সম্পত বিনায়ক দামোদর সাভারকর দেশের প্রথম গুপ্ত সংস্থা 'অভিনব ভারত' গঠন করেন। তখন কংগ্রেস সবে একটু একটু করে গড়ে উঠছিল। লন্ডনে পাঁচ বছর থাকাকালীন বিপ্লবী কাজকর্ম শুরু করেন। স্বাধীনতা সংগ্রামের নতুন ইতিহাস রচনা করা প্রয়োজন: বিক্রম সম্পত।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Vikram Sampath: মার্কসবাদী ইতিহাসবাদীরা ভারতকে বরাবর খাটো করে দেখিয়েছেন: বিক্রম সম্পত স্বাধীনতার পর ইতিহাস লেখার ক্ষেত্রে সঙ্কুচিত ভাবনার প্রতিফলন ঘটে। মার্কসবাদী ইতিহাসবাদীরা ইতিহাস লেখেন। দেখানো হয়, সব যুদ্ধে ভারত হারে, ভারতীয়দের হার হয়। তরাইন থেকে পানিপথ, অ্যাংলো-মারাঠা যুদ্ধ, পলাশির যুদ্ধ, সবেতে দেশ এবং সভ্যতা হিসেবে হারের কথা হয়। কিন্তু আমাদের সভ্যতা এত আক্রমণের পরও বেঁচে রয়েছে। আমাদের পূর্বপুরুষরা নিশ্চয়ই কিছু যুদ্ধ জিতেছেন। কিন্তু আমাদের সেটা বলা হয় না: বিক্রম সম্পত।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Vikram Sampath: নতুন করে ইতিহাস লেখা উচিত, বলছেন বিক্রম সম্পত ইংরেজ আমলে জাতীয়তাবাদী অবস্থান ছিল। কিন্তু স্বাধীনতার পর সেই ধারা বজায় থাকেনি। ইতিহাস লিখনে মার্কসবাদী ছায়া স্পষ্ট হয়ে ওঠে। বিকল্প ধারণার জায়গাই রাখা হয়নি। নতুন করে ইতিহাস লেখা উচিত। ইতিহাস সংশোধন করা স্বাভাবিক। তবে সংশোধন হোক তথ্য়ভিত্তিক, রাজনৈতিক প্রভাবমুক্ত, বললেন বিক্রম সম্পত।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
India At 2047 Live Updates: অনুষ্ঠানের মূল বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি India@2047- এর প্রধান বক্তা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তৃতা করবেন বেয়ার গ্রিলস, অনন্ত আম্বানি, জুবিন নওটিয়াল, গৌতম গম্ভীর, বিক্রম সম্পত, লভলীনা বোর্গোহাইন।