ABP Shikhar Sammelan LIVE: দীনেশ ত্রিবেদী বিশ্বাসঘাতক, কটাক্ষ সুখেন্দু শেখর রায়ের

ABP Shikhar Sammelan LIVE Updates: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তুঙ্গে তরজা। কোন দলের কী পরিকল্পনা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 Feb 2021 11:03 AM
উত্তরপ্রদেশ, বিহার, গুজরাটে হিংসার ঘটনা অনেক বেশি: সৌগত রায়

রাজ্যে হিংসার প্রসঙ্গে সৌগত রায় বলেন, যেভাবে সংবাদমাধ্যমে হিংসা দেখানো হচ্ছে। এমনটা হয়নি। উত্তরপ্রদেশ, বিহার, গুজরাটে হিংসার ঘটনা অনেক বেশি। বাম আমলে হিংসার ঘটনা ঘটেছে নন্দীগ্রামে। তেমন ঘটনা এখন ঘটে না। বিজেপির দাবি ১৩০ জন নেতার মৃত্যু হয়েছে। আমি বিশ্বাস করি না।

জয় শ্রীরাম বাঙালিদের স্লোগান নয়: সৌগত রায়

মা মাটি মানুষ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান। সংবাদমাধ্যমে তাঁর সম্পর্কে ভুল ধারণা তৈরি করা হচ্ছে। বাংলার মানুষের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়। জয় শ্রীরাম বাঙালিদের স্লোগান নয়। বাঙালিদের স্লোগান জয় মা কালী। জয় শ্রীরাম নিয়ে কারও কোনও সমস্যা নেই। কেউ বলতে চইলে বলত পারেন। কিন্তু নেতাজির জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে এই স্লোগান নিয়ে আপত্তি আছে।

দেশকে বেসরকারি করে তুলছে বিজেপি, কটাক্ষ তৃণমূলের

জয় শ্রীরাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপত্তি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি লক্ষ্মীরতন শুক্ল। তিনি বলেন, আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। প্রত্যেকের নিজস্ব ভাবনা আছে। একইসঙ্গে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল খাঁ বলেন, হিন্দু মুসলিমের মধ্যে বিভেদের চেষ্টা করে বিজেপি। এটা বাদ দিয়েও অনেক কাজ করার আছে। দেশকে বেসরকারি করে তুলছে বিজেপি।

যাঁরা জনগণের কথা ভাবেন তাঁরাই বাংলা জিতবেন: লক্ষ্মীরতন শুক্ল

প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লর কথায়, যাঁরা জনগণের কথা ভাবেন তাঁরাই বাংলা জিতবেন। আমার সব দলের কাছে একটাই অনুরোধ হিংসা ছড়াবেন না। শুধু বাংলা নয়, সারা ভারতের জন্যই আমার এই অনুরোধ। রাজনীতিতে শুধু আসনের লড়াই। এখন আমি যেখানে বসে আছ, ১০ মিনিট পর সেখানে অন্য কেউ বসে পড়বেন।  


 

যেখানে ছিলাম সেখানেই আছি, জল্পনা উড়িয়ে জানালেন লক্ষ্মীরতন শুক্ল

এদিন লক্ষ্মীরতন শুক্ল জানিয়েছেন, এখনই কোনও দলে যোগ দেওয়ার ইচ্ছা নেই। যেখানে ছিলাম সেখানেই আছি। অন্যদিকে একই মঞ্চে সদ্য তৃণমূলত্যাগী বৈশালী ডালমিয়া বলেন, তৃণমূলে অনেক দুর্নীতিগ্রস্থ মানুষ আছেন। আমি বাংলার জন্য কাজ করতে চাই। কখনও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে কাজ করিনি। কিন্তু দল আমাকে ছেড়ে দিয়েছে।

দেখে নিন কারা উপস্থিত আছেন এই সম্মেলনে

এই সম্মেলনে উপস্থিত আছেন, বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া, প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল, তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল খাঁ।  

কৃষক আন্দোলনে শিশুদের অংশগ্রহণ নিয়ে কোনও শব্দও উচ্চারণ করেননি মোদি, কটাক্ষ কংগ্রেস মুখপাত্রের

বিজেপিকে কটাক্ষ করে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেট বলেন, আমরা আমাদের ইস্তেহারে জানিয়েছি যে ৪২ হাজার থেকে আড়াই লক্ষ মান্ডি হবে। ছোট অঞ্চলে এই ধরনের মান্ডি হবে। ২০০ জন কৃষকের মৃত্যু বা তাঁদের শিশুরাও যেভাবে আন্দোলনে অংশ নিয়েছেন তা নিয়ে একটা শব্দও উচ্চারণ করেননি মোদি।

সীমান্তে ২০০ জন কৃষকের মৃ্ত্যু হয়েছে, শোকপ্রকাশ করছেন কখনও? মোদিকে প্রশ্ন বাম নেত্রীর

বিজেপিকে কটাক্ষ করে ডিওয়াইএফআই নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন, কৃষকরা নিজেদের দাবি নিয়ে সরব হয়েছেন। উনি বলছে উনি কৃষকদের বন্ধু। কিন্তু সীমান্তে আন্দোলন করতে গিয়ে ২০০ জন কৃষকের মৃ্ত্যু হয়েছে। আপনি কখনও তাদের জন্য শোকপ্রকাশ করছেন? ৭ বছর ধরে দেশের প্রধানমন্ত্রী মোদি। কিন্তু কোনও দেশের কোনও উন্নতি হয়নি।

কীভাবে সোনার বাংলা হবে? কী বললেন রাজনৈতিক নেতারা?

কীভাবে সোনার বাংলা হবে? কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেট বলেন, এটা কোনওদিন হবে না। সোনার বাংলা তো একমাত্র কৃষকরা গড়ে তুলতে পারেন।  ধর্মকে একটা বড় বলে খাঁড়া করা হচ্ছে বাংলার ভোটে। বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়ার কথায়, বিজেপি সব ধর্মকে সম্মান করে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চায় কেন কিষাণ নিধি প্রকল্প চালু করা হয়নি? 

সম্মেলনে উপস্থিত একাধিক রাজনৈতিক নেতা নেত্রী

এই সম্মেলনে উপস্থিত আছেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া, কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেট, তৃণমূল সাংসদ বিবেক গুপ্ত, ডিওয়াইএফআই নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়।

পিঠ বাঁচাতে দল ছেড়েছেন, দাবি সুখেন্দু শেখর রায়ের

২১৮ জন বিধায়কের মধ্যে ১৮ জনও দল ছেড়ে যাননি। আর যাঁরা ছেড়ে গিয়েছেন, তাঁরা দুর্নীতিগ্রস্থ। নিজেদের পিঠ বাঁচাতে দল ছেড়েছেন।

বাংলার মানুষ শান্তিতে আছেন: সুখেন্দু শেখর রায়

বিজেপি সোনার বাংলা বানাবে বলছে। আগে সোনার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বানাও। বাংলার মানুষ শান্তিতে আছেন।

রাজ্যপাল বিজেপির এজেন্ট? জবাব দিলেন ধনকড়

পশ্চিমবঙ্গে রাজ্যপালের ভূমিকা বিজেপির এজেন্টের মতো। একাধিকবার এই বিষয়ে কটাক্ষ করেছে বিজেপি বিরোধী দলগুলি। এই প্রসঙ্গে রাজ্যপাল সাফ জানিয়েছেন, "রাজভবনে আজ পর্যন্ত বেশিরভাগ বৈঠক হয়েছে বিরোধী দল বা বিরোধী নেতাদের সঙ্গে। রাজ্যের পরিস্থিতি জরুরি অবস্থার থেকেও খারাপ।''

সংবিধান বিরোধী কাজ করি না: রাজ্যপাল

বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষের দাবি ২০০-র বেশি আসন পাবে তারা। রাজ্যপাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চেনেন। আমি সংবিধান বিরোধী কোনও কাজ করি না।

প্রেক্ষাপট

ABP Shikhar Sammelan Live: বঙ্গে বিধানসভা ভোটের বাদ্যি বাজতে চলেছে। প্রায় প্রতিদিন রাজনৈতিক নেতাদের মিছিল, সভা, রোড শো লেগেই আছে। আটঘাট বেঁধে নামছে সব দল। নির্বাচনের এই আবহে নয়া সম্মেলনের আয়োজন করেছে এবিপি।


২০২১ সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তুঙ্গে তরজা। কোন দলের কী পরিকল্পনা। চোখ রাখুন এবিপি আনন্দে। রাজ্যপাল জগদীপ ধনকড়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তৃণমূলের সৌগত রায়, সুখেন্দু শেখর রায়, বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র, কংগ্রেস মুখপাত্র রোহন গুপ্ত উপস্থিত থাকবেন।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.