ABP Shikhar Sammelan LIVE: দীনেশ ত্রিবেদী বিশ্বাসঘাতক, কটাক্ষ সুখেন্দু শেখর রায়ের

ABP Shikhar Sammelan LIVE Updates: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তুঙ্গে তরজা। কোন দলের কী পরিকল্পনা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 Feb 2021 11:03 AM

প্রেক্ষাপট

ABP Shikhar Sammelan Live: বঙ্গে বিধানসভা ভোটের বাদ্যি বাজতে চলেছে। প্রায় প্রতিদিন রাজনৈতিক নেতাদের মিছিল, সভা, রোড শো লেগেই আছে। আটঘাট বেঁধে নামছে সব দল। নির্বাচনের এই আবহে নয়া সম্মেলনের...More

উত্তরপ্রদেশ, বিহার, গুজরাটে হিংসার ঘটনা অনেক বেশি: সৌগত রায়

রাজ্যে হিংসার প্রসঙ্গে সৌগত রায় বলেন, যেভাবে সংবাদমাধ্যমে হিংসা দেখানো হচ্ছে। এমনটা হয়নি। উত্তরপ্রদেশ, বিহার, গুজরাটে হিংসার ঘটনা অনেক বেশি। বাম আমলে হিংসার ঘটনা ঘটেছে নন্দীগ্রামে। তেমন ঘটনা এখন ঘটে না। বিজেপির দাবি ১৩০ জন নেতার মৃত্যু হয়েছে। আমি বিশ্বাস করি না।