কলকাতা: যাঁরা জনগণের কথা ভাবেন তাঁরাই বাংলা জিতবেন। এবিপি আয়োজিত শিখর সম্মেলনে এসে একথা বললেন রাজ্যর প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ এখন শুধু সময়ের অপেক্ষা। এই আবহে সম্মেলনের আয়োজন করেছে এবিপি।


বৃহস্পতিবার এই সম্মেলনে অংশ নেন প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল। তিনি বলেন, বাংলার মানুষের কথা তথা জনগণের কথা যাঁরা ভাববেন তাঁদেরই মানুষ ভোট দেবেন। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁরাই জিতবেন। প্রাক্তন মন্ত্রীর কথায়, আমার সব দলের কাছে একটাই অনুরোধ হিংসা ছড়াবেন না। শুধু বাংলা নয়, সারা ভারতের জন্যই আমার এই অনুরোধ। রাজনীতিতে শুধু আসনের লড়াই। এখন আমি যেখানে বসে আছ, ১০ মিনিট পর সেখানে অন্য কেউ বসে পড়বেন।  


গত মাসে তৃণমূল ছেড়েছেন লক্ষ্মীরতন শুক্ল। পদ থেকেও ইস্তফা দিয়েছেন। দল বদলের আবহে তাঁকে নিয়েও তৈরি হয়েছে জল্পনা। তৃণমূল ছেড়ে কি বিজেপিতে যাবেন? সেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এই প্রসঙ্গে এদিন লক্ষ্মীরতন শুক্ল জানিয়েছেন, এখনই কোনও দলে যোগ দেওয়ার ইচ্ছা নেই। যেখানে ছিলাম সেখানেই আছি। অন্যদিকে জয় শ্রীরাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপত্তি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি লক্ষ্মীরতন শুক্ল। তিনি বলেন, আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। প্রত্যেকের নিজস্ব ভাবনা আছে। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ভিক্টোরিয়ায় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার আগে জয় শ্রীরাম স্লোগান ওঠে। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী। কিন্তু সেই প্রসঙ্গে কিছু বলতে নারাজ দলত্যাগী লক্ষ্মীরতন শুক্ল।


এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যপাল জগদীপ ধনকড়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তৃণমূলের সৌগত রায়, সুখেন্দু শেখর রায় সহ সদ্য তৃণমূলত্যাগী বৈশালী ডালমিয়া, তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল খাঁ। একই মঞ্চে এদিন সদ্য তৃণমূলত্যাগী বৈশালী ডালমিয়া বলেন, তৃণমূলে অনেক দুর্নীতিগ্রস্থ মানুষ আছেন। আমি বাংলার জন্য কাজ করতে চাই। কখনও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে কাজ করিনি। কিন্তু দল আমাকে ছেড়ে দিয়েছে।