নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল ‘ঐতিহাসিক পদক্ষেপ’। বললেন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে। বুধবার এখানে কারিয়াপ্পা ময়দানে ৭২-তম সেনা দিবসের অনুষ্ঠানে তিনি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ৩৭০ ধারা প্রত্যাহার করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজের সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করে বলেন, কেন্দ্রের এই পদক্ষেপ ‘পশ্চিমের প্রতিবেশী’ দেশের ছায়াযুদ্ধ বানচাল করে দিয়েছে। এই সিদ্ধান্ত জম্মু ও কাশ্মীরের ভারতের মূল স্রোতে সামিল হওয়ায় সাহায্য করবে বলেও অভিমত জানান সেনাপ্রধান।
সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের প্রতি বিন্দুমাত্র সহনশীলতা না দেখানোর অর্থাত্ জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে জানিয়ে সেনাপ্রধান এও বলেন, যারা সন্ত্রাসবাদে মদত দেয়, তাদের মোকাবিলার একাধিক উপায় আমাদের জানা, সেসব প্রয়োগ করতে দ্বিধা করব না আমরা।
রাজসিক কায়দায় সেনাদিবসের প্যারেডে ভারতীয় সেনাবাহিনীর সামরিক শক্তির প্রদর্শনও হয় এদিন। সেনার স্টেট-অব-দি-আর্ট সম্পদ, হাতিয়ারের কাজও দেখানো হয়।
অনুষ্ঠানে সেনাপ্রধান ছাড়াও ছিলেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদোরিয়া, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিংহ, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।
১৯৪৯ সালের আজকের দিনেই ভারতের শেষ ব্রিটিশ কমান্ডার-ইন-চিফ জেনারেল ফ্রান্সিস বুচারের থেকে ভারতীয় সেনার কমান্ডার ইন-চিফ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল কেএম কারিয়াপ্পা। সেই থেকে ১৫ জানুয়ারি দিনটি পালিত হচ্ছে সেনাদিবস হিসাবে। প্রথম একজন চিফ অব ডিফেন্স সেখানে উপস্থিত হলেন।
সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল ‘ঐতিহাসিক পদক্ষেপ’, ‘পশ্চিমের প্রতিবেশী’র ছায়াযুদ্ধ বানচাল করে দিয়েছে, সেনাদিবসের অনুষ্ঠানে বললেন সেনাপ্রধান
Web Desk, ABP Ananda
Updated at:
15 Jan 2020 01:34 PM (IST)
সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের প্রতি বিন্দুমাত্র সহনশীলতা না দেখানোর অর্থাত্ জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে জানিয়ে সেনাপ্রধান এও বলেন, যারা সন্ত্রাসবাদে মদত দেয়, তাদের মোকাবিলার একাধিক উপায় আমাদের জানা, সেসব প্রয়োগ করতে দ্বিধা করব না আমরা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -