অবস্থা গুরুতর, করোনা আক্রান্ত কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Oct 2020 11:38 AM (IST)
শরীরে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমেছে।
কলকাতা: দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী করোনা আক্রান্ত হয়েছেন। দিনসাতেক আগে তাঁকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ-তে রাখা হয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমেছে। এই অবস্থায় সারাক্ষণ তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে বলে হাসপাতালে সূত্রে খবর।