নয়াদিল্লি: বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ধাক্কা খেল বিজেপি, আরএসএস অনুগামী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সেখানকার চারটি পদেই তারা হেরেছে কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআইয়ের কাছে। প্রেসিডেন্ট পদে এবিভিপির হর্ষিত পান্ডে পেয়েছেন মাত্র ২২৪টি ভোট, সেখানে এনএসইউআইয়ের শিবম শুক্লা ৭০৯টি ভোট পেয়েছেন। সহ সভাপতি পদে জয়ী চন্দন কুমার মিশ্র পেয়েছেন ৫৫৩টি ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অবনিশ পান্ডে। তিনি পেয়েছেন ৪৮৭টি ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বী, এবিভিপির গৌতম দুবে পেয়েছেন ৪২৪টি ভোট। লাইব্রেরিয়ান পদটি পেয়েছেন এনএসইউআইয়ের রজনীকান্ত দুবে। তাঁর প্রাপ্ত ভোট ৫৬৭টি। তাঁর বিরুদ্ধে দাঁড়ানো অজয় কুমার মিশ্র পেয়েছেন ৪৮২টি ভোট। আশুতোষ উপাধ্যায়, শিব ওম মিশ্র ও অর্পণ তিওয়ারি পেয়েছেন যথাক্রমে ২২৭, ১০৬ ও ২১টি ভোট।
ভোটের ফল প্রকাশের পর নির্বাচিতদের সংস্কৃতে শপথবাক্য পাঠ করান উপাচার্য্য রাজারাম শুক্ল। বিজয়ী প্রার্থীদের বিতর্ক থেকে দূরে থাকতে কোনও বিজয় মিছিল বের করা উচিত নয় বলে জানান তিনি। এমনকী পুলিস পাহারা দিয়ে তাঁদের বাড়ি পাঠানো হয়।
মোট ৫০.৮২ শতাংশ ভোট নথিভুক্ত হয়েছে। ১৯৫০ জনের মধ্যে মাত্র ৯৯১ জন ছাত্র ও ৬০ জন ছাত্রী ভোট দিয়েছেন।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা ট্যু্ইট করেছেন। লিখেছেন, চারে চার! আপনাদের জন্য গর্বিত।