অযোধ্যা : প্রয়াত অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। বেশ কিছুদিন ধরেই  গুরুতর অসুস্থ ছিলেন তিনি। সপ্তাহখানেক আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (SGPGI)- তাঁর চিকিৎসা চলছিল । বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৮৫ বছর বয়সি আধ্যাত্মিক সাধক। 


প্রয়াত অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। বেশ কিছুদিন ধরেই  গুরুতর অসুস্থ ছিলেন তিনি।  সপ্তাহখানেক আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (SGPGI)- তাঁর চিকিৎসা চলছিল । বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৮৫ বছর বয়সি আধ্যাত্মিক সাধক। 


কে এই সত্যেন্দ্র দাস? ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদকাণ্ডের সময় সত্যেন্দ্র দাস রাম মন্দিরের অস্থায়ী পুরোহিত ছিলেন। সেই থেকেই তিনি রামলালার সেবায় নিয়োজিত। ধীরে ধীরে তিনি  মন্দিরের প্রধান পুরোহিত পদে উন্নীত হন। নির্বাণী আখড়ার সঙ্গে যুক্ত ছিলেন সত্যেন্দ্র দাস। ভক্তরা চাইলেই তাঁর সাক্ষাৎ পেতেন। যে কোনও সমস্যায় ছুটে যেতেন পুরোহিতের কাছে। অযোধ্যা এবং রাম মন্দির সম্পর্কে তাঁর জ্ঞান ছিল গভীর। ২০২৪ সালে নতুন মন্দিরে রামলালার অভিষেকের সময়  পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের সঙ্গে সারা দেশের মানুষের পরিচয় ঘটে বিভিন্ন সংবাদমাধ্যম মারফত। 


বিশ্ব হিন্দু পরিষদের অযোধ্যার মুখপাত্র শরদ শর্মা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, সত্যেন্দ্র খুব সম্মাননীয় ব্যক্তি ছিলেন।  অযোধ্যা আন্দোলনের ইতিহাস তাঁর হৃদয়ে লেখা ছিল। 


আচার্য সত্যেন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যোগী আদিত্যনাথ।  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শোক বার্তায় লেখেন, "তিনি ভগবান রামের পরম ভক্ত ছিলেন।  শ্রী রাম জন্মভূমি মন্দির, শ্রী অযোধ্যা ধামের প্রধান পুরোহিত আচার্য শ্রী সত্যেন্দ্র কুমার দাস জি মহারাজের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ।  আধ্যাত্মিক জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। বিনম্র শ্রদ্ধাঞ্জলি! আমরা ভগবান শ্রী রামের কাছে প্রার্থনা করি যেন তিনি তাঁর আত্মাকে চরণে স্থান দেন এবং শোকাহত শিষ্য ও অনুগামীদের এই অপরিসীম ক্ষতি সহ্য করার শক্তি দেন"
             


परम रामभक्त, श्री राम जन्मभूमि मंदिर, श्री अयोध्या धाम के मुख्य पुजारी आचार्य श्री सत्येन्द्र कुमार दास जी महाराज का निधन अत्यंत दुःखद एवं आध्यात्मिक जगत की अपूरणीय क्षति है। विनम्र श्रद्धांजलि!