সোশ্যাল মিডিয়ায় চেম্বান ঘোষণা করেছেন তাঁর বিয়ের কথা। জানিয়েছেন, তিনি বিয়ে করেছেন মারিয়াম থমাসকে।
মারিয়াম অবশ্য অভিনয় জগতের কেউ নন, তিনি কোট্টায়মের মেয়ে, পেশায় মনোবিদ। লকডাউনের মধ্যেই মঙ্গলবার গোপনে বিয়ে সেরেছেন তাঁরা।
এটি চেম্বানের দ্বিতীয় বিয়ে, এর আগে তিনি বিয়ে করেন সুনীতা নামে আমেরিকা নিবাসী এক ফিজিওথেরাপিস্টকে। তাঁদের এক পুত্র রয়েছে, নাম জন ক্রিস চেম্বান। এক সাক্ষাৎকারে চেম্বান জানান, তাঁর ১০ বছরের ছেলে মায়ের সঙ্গে আমেরিকায় থাকে, আর তিনি ভারতে। গ্রীষ্মের ছুটিতে তার কাছে যান। সব সময় ছেলেকে কাছে না পাওয়ার যন্ত্রণা আছে তাঁর মধ্যে।