নয়াদিল্লি: প্রাক্তন কংগ্রেস নেত্রী রাধিকা খেরা (Radhika Khera) ও অভিনেতা শেখর সুমন (Shekhar Suman) যোগ দিলেন বিজেপিতে (Join BJP)। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) তৃতীয় দফার দিনেই, অর্থাৎ আজ ৭ মে, পদ্মশিবিরে যোগ দিলেন তাঁরা। 


বিজেপিতে যোগ অভিনেতা শেখর সুমনের, সঙ্গে প্রাক্তন কংগ্রেস কর্মী


কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্টের জাতীয় আহ্বায়ক রাধিকা খেরা, দলেরই ছত্তিসগঢ় অফিসে অপর এক নেতার সঙ্গে তাঁর বাকবিতণ্ডার কয়েকদিন পর, রবিবারই পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে পাঠানো তাঁর ইস্তফাপত্রে তিনি এও উল্লেখ করেন যে অযোধ্যায় রামমন্দিরে যাওয়ার জন্য রাধিকা খেরাকে দলের অন্দরেই বিরোধিতার সম্মুখীন হতে হচ্ছিল। 


রাধিকা খেরা ও শেখর সুমন দু'জনেই এদিন বিজেপির প্রধান কার্যালয়ে, একাধিক প্রথম সারির নেতার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে, জাতীয় মিডিয়া ডিপার্টমেন্ট ইন চার্জ অনিল বালুনি। বিজেপিতে যোগ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে শেখর সুমন বলেন, 'আমি একেবারে ক্লিন স্লেট হিসেবে এখানে এসেছি। যখন কেউ সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন, তখন তাকে ঘুরিয়ে প্রশ্ন করতে নেই। তখন সম্পূর্ণ আত্মবিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে সেই কাজ করতে হয়। আমি নিজেকে নেতা নয় অভিনেতা হিসেবেই দেখছি। সকলের কিছু না কিছু সামাজিক দায়িত্ব থাকে, সেই ক্ষেত্রে আমরা কী কী করতে পারি, সেই ভেবে আমি এখানে এসেছি।'


 






আরও পড়ুন: Salman Khan: সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার পঞ্চম অভিযুক্ত


প্রসঙ্গত, এই মাসের প্রথম দিনেই পদ্মশিবিরে যোগ দেনন জনপ্রিয় অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। জল্পনা চলছিলই, শেষ পর্যন্ত তাতেই সিলমোহর দিলেন বাঙালি অভিনেত্রী। দিল্লিতে পদ্মপতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি। গলায় উত্তরীয় পরিয়ে, হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে দলে স্বাগত জানান খোদ বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রূপালির সঙ্গে এদিন বিজেপি-তে যোগ দিলেন জ্যোতিষ অমেয় জোশীও। (Rupali Ganguly Joins BJP)


BJP-তে যোগ দিতে মুম্বই থেকে দিল্লি উড়ে গিয়েছিলেন রূপালি। সেখানে তাঁকে দলে স্বাগত জানান খোদ নাড্ডা। এর পর সাংবাদিক বৈঠকেও যোগ দেন রূপালি। তিনি বলেন, "উন্নয়নের মহাযজ্ঞ দেখে আমারও রাজনীতিতে যোগ দিতে মন চাইছিল। নাগরিক হিসেবে আমাদের সকলেরই এতে শামিল হওয়া উচিত। ঈশ্বরের আশীর্বাদে কিছু মানুষের সান্নিধ্যে আসার সুযোগ হয়। সেখান থেকেই এই সিদ্ধান্ত।" (Rupali Joins BJP)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।