নয়াদিল্লি: জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) স্বাস্থ্যের অবস্থা সঙ্কটজনক। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই অভিযোগ করল আম আদমি পার্টি। দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা এদিন জানিয়েছেন, কেজরিওয়ালের ডায়বেটিস আছে। দ্রুত সুগার লেভেল নেমে যাচ্ছে তাঁর।
কী অভিযোগ আম আদমি পার্টির?
এদিন সাংবাদিক বৈঠকে অতিশা মারলেনা বলেন, "চক্রান্ত করে মিথ্যে অভিযোগে কেজরিওয়ালকে জেলবন্দি করে রেখেছে বিজেপি। তাঁর স্বাস্থ্যের অবস্থা সঙ্কটজনক। সাড়ে ৮ কেজি ওজন কমেছে তাঁর। ঘুমের মধ্যে তাঁর সুগার লেভেল ৫০-এর নিচে নেমে গিয়েছে। যা ডায়বেটিকদের জন্য যথেষ্ট চিন্তার মতো বিষয়। যদি তাঁর স্ট্রোক, ব্রেন ড্যামেজ বা পার্মানেন্ট ড্যামেজ হয়, তাহলে কে দায় নেবে? আপের অভিযোগ, জেলে থাকাকালীন যথাযথ চিকিৎসা পাচ্ছেন না।'' এবিষয়ে দিল্লির মন্ত্রীকে প্রশ্ন কার তাঁরা আদালতের দ্বারস্থ হবেন কিনা। সংশ্লিষ্ট বিষয়ে আইনজীবী এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে। অতিশী বলেন, "বিজেপির মনে রাখা উচিত, যদি অরবিন্দ কেজরিওয়ালে কিছু হয়ে যায়, তাহলে শুধু দেশবাসী নয়, ভগবানও কোনও দিন ক্ষমা করবেন না।''
গত ১২ জুলাই ইডি-র মামলায় সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। কিন্তু সিবিআই মামলা চলার জন্য জেল থেকে এখনই মুক্তি পাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী। যার জেরে এখনও জেলবন্দি থাকতে হবে তাঁকে। গত ২৬ জুন কেজরিওয়ালকে গ্রেফতার করেছে সিবিআই। যদিও গ্রেফতার করার সঙ্গে সঙ্গে তারা জানিয়েছিল,অভিযুক্ত হিসেবে নয় বরং প্রমাণ একত্রিত করাই তাদের লক্ষ্য। সরকারি কর্মীদের বিরুদ্ধে CBI দুর্নীতি এবং ঘুষের অভিযোগ খতিয়ে দেখতে নেমেছে CBI। CBI মামলা দায়ের করেছে ২০২২ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Migrant Worker Death: ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু, ফিরল পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ