নয়াদিল্লি: আদিত্য ঠাকরের হাত ধরে এই প্রথম সংসদীয় রাজনীতিতে পা রাখতে চলছে ঠাকরে পরিবার। ২১ অক্টোবর মহারাষ্ট্রে যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে একেবারে সরাসরি অংশগ্রহণ করবেন উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য। অতীতে মহারাষ্ট্র ‘শাসন’ করলেও ঠাকরে পরিবারের কেউ সরাসরি নির্বাচনে লড়েননি। ১৯৬৬ সালে শিবসেনার প্রতিষ্ঠার পর থেকেই এই রীতি চলে আসছিল। বাল ঠাকরে তো ননই, ভোটে লড়েননি উদ্ধবও। তবে এবার সেই অতীতে ছেদচিহ্ন বসিয়ে ভোটে লড়ছে শিবসেনা পরিবারের ঘরের ছেলে আদিত্য।
হলফনামায় শিবসেনার যুবনেতা আদিত্য জানিয়েছেন, তিনি ১৬.০৫ কোটি টাকার মালিক। এর মধ্যে ১০.৩৬ কোটি টাকাই রয়েছে ব্যাঙ্কে। এছাড়াও তাঁর রয়েছে একটি সাড়ে ৬ লাখের বিলাসবহুল গাড়ি। ৬৪ লাখের গহনার কথাও হলফনামায় জানিয়েছেন আদিত্য। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর স্থাবর সম্পত্তির পরিমান ৪ কোটি ৬৭ লাখ টাকা।
প্রসঙ্গত, ২০১১ সালে কলাবিভাগে স্নাতক হয়েছেন আদিত্য। ২০১৫ সালে তিনি আইনের ওপরও ডিগ্রি অর্জন করেন। এখনও পর্যন্ত ২৯ বছরের এই যুবনেতার বিরুদ্ধে কোনও অপরাধের মামলা নেই। মহারাষ্ট্রের ওরলি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।