নয়াদিল্লি: আফগানিস্তানে আটক ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ অব্যাহত রয়েছে। এদিন ভোরে আগেই একটি বিমানে ১০৪ জনকে ফেরানো হয়েছে। এর আগে রাতে দোহা হয়ে ৩১ জন দিল্লিতে ফেরেন। কাতার এয়ারওয়েজের মাধ্যমে রাত প্রায় দুটো নাগাদ ৩০ জন দিল্লিতে পৌঁছন। অন্যদিকে, এয়ার ইন্ডিয়ার বিমানে রাত তিনটেয় দিল্লি বিমানবন্দরে পৌঁছন একজন ভারতীয়। ভিস্তারের বিমানেও কয়েকজন ফেরেন বলে জানা গিয়েছে। এভাবে দোহা হয়ে এখনও পর্যন্ত পাওয়া খবরে ১৪৬ জন ভারতীয় আফগানিস্তান থেকে ভারতে ফিরলেন।
ভারত আমেরিকা, কাতার, তাজিকিস্তান সহ বন্ধু দেশগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে আফগানিস্তানে আটকে থাকা নাগরিকদের ফেরানোর অভিযান চালাচ্ছে। কাতারে ভারতীয় মিশনের পক্ষ থেকে রবিবার রাত আটটায় একটি ট্যুইটের মাধ্যমে জানানো হয় যে, আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরানো হচ্ছে। আফগানিস্তান থেকে দোহাতে নিয়ে আসা ১৪৬ জন ভারতীয় নাগরিকের দ্বিতীয় দলকে ভারতে ফেরানো হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ভারত আফগানিস্তানের কাবুল থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টার অঙ্গ হিসেবে তিনটি উড়ানে দুই আফগান সাংসদ সহ ৩৯২ জনকে রবিবার দেশে ফিরিয়ে আনা হয়েছিল।
গত সপ্তাহে অনুমান করা হয়েছিল যে, আফগানিস্তানে প্রায় ৪০০ ভারতীয় আটক পড়ে থাকতে পারেন। ভারত তাঁদের ফেরানোর চেষ্টা করছে এবং আমেরিকা সহ বন্ধু দেশগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।
গত সপ্তাহের রবিবার কাবুল তালিবানের কব্জায় আসার আগে ই ভারত আফগানিস্তানের রাজধানী থেকে ভারতীয় রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মী সহ ২০০ জনকে বায়ুসেনার দুটি সি-১৯ বিমানে করে দেশে ফিরিয়ে এনেছিল। গত সোমবার ৪০ জনের বেশি ভারতীয়কে নিয়ে প্রথম উড়ান ভারতে পৌঁছেছিল। ভারতীয় কূটনীতিক, আধিকারিক, নিরাপত্তা কর্মী ও অন্য কয়েকজন ভারতীয় সহ ১৫০ জন যাত্রী নিয়ে দ্বিতীয় সি-১৭ বিমান মঙ্গলবার ভারতে পৌঁছেছিল।
উল্লেখ্য, চলতি মাসে তালিবান কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন এলাকা অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের কব্জায় নিয়ে আসে। প্রথম দফায় ফেরানোর কাজের পর বিদেশমন্ত্রক জানিয়েছিল যে, আফগানিস্তানে আটকে পড়া সমস্ত ভারতীয়কে দেশে ফেরানোই এখন অগ্রাধিকার।