নয়া দিল্লি : মাত্র পাঁচ দিনে ২ হাজারের বেশি ফোন কল এসেছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তৈরি করা আফগানিস্তান সেলে। এছাড়া এই সেল থেকে হোয়াটসঅ্যাপে প্রায় ৬ হাজার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং ১২০০-র বেশি মেলে সাড়া দেওয়া হয়েছে। খবর সূত্রের।
তালিবানরা ক্ষমতা দখল করার পর থেকে চরম অরাজকতা শুরু হয়েছে আফগানিস্তানে। সেদেশে আটকে পড়া বিদেশিরা নিজের নিজের দেশে ফেরার জন্য মরিয়া। শুধু কী তাই , অনেক আফগানও দেশ ছাড়তে চাইছেন। এই পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে ও অন্যান্য অনুরোধ মেটানোর লক্ষ্যে আফগানিস্তান সেল তৈরি করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। সেখান থেকেই ফোন কল-হোয়াটসঅ্যাপ ও মেলের উত্তর দেওয়া হচ্ছে।
কিছু আগেই আফগানিস্তান থেকে উদ্ধার করা হয়েছে আরও ১৯৪ জন ভারতীয়কে। এদের মধ্যে ৮৭ জন প্রথমে কাবুল থেকে তাজিকিস্তানের দোসানবে হয়ে দেশে ফেরেন। বিমানে তাঁদের মুখে শোনা যায়, ভারত মাতা কি জয় ধ্বনি। একই বিমানে দিল্লি পৌঁছন নেপালের দুই নাগরিকও। পরে কাবুল থেকে আরও ১৬৮ জনকে নিয়ে দেশে ফেরে বায়ুসেনার বিশেষ বিমান। এদের মধ্যে ১০৭ জন ভারতীয়। বাকিরা বিভিন্ন দেশের নাগরিক।
এই বিমানেই ভারতে পৌঁছেছেন আফগানিস্তানের শিখ সাংসদ নরিন্দর সিং খালসা ও আফগান পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য আনারকলি হোনারিয়ার। এয়ার লিফটের জন্য মোদি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। ভারতে নামার পর আফগান সাংসদ বলেন, এখনও কমপক্ষে ২০০ হিন্দু শিখ যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানে ঘুরে বেড়াচ্ছে। ওখানকার পরিস্থিতি খুবই উদ্বেগজনক। তবে, এখনও পর্যন্ত ধর্মীয় স্থানগুলি নিরাপদে রয়েছে। তালিবানরা সাংসদ, সেনেটর এবং অন্যদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। বন্দুক, গাড়ি সব নিয়ে নিচ্ছে।
আফগানিস্তান থেকে প্রাণ হাতে বেঁচে ফেরার পর ভারত সরকারকে ধন্যবাদ জানান সকলেই। সময়ে তাঁদের উদ্ধারের জন্য। আফগানিস্তান থেকে ফিরে এসে তাঁদের চোখে-মুখে আনন্দের ছবি ধরা পড়ে।