নয়া দিল্লি: দেশে করোনায় অনেকটাই কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯৪৮ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৪০৩।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৪ হাজার ৩৬৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ২৩৪ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৫৩ হাজার ৩৯৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ ৩৬ হাজার ৪৬৯ জন। গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৪৮৭ জন সুস্থ হয়েছেন।
এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৪৫৭ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩৭৫। দেশে সংক্রমণের হারেও উন্নতি দেখা গিয়েছে। গত ২৭ দিন ধরে সংক্রমণের হার রয়েছে ২ শতাংশের নীচে। রবিবার তা আরও কমে হয়েছে ১.৯৫ শতাংশ।
এদিকে চিন্তা রয়েছে কেরল নিয়ে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন সংক্রমণের ৫০ শতাংশেরও বেশি হয়েছে এই রাজ্য থেকে। ১৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সেখানে।
অন্যদিকে, শনিবার রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও বাড়ল সংক্রমণের হার। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে দেখা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের হার ছিল ১.৯৪ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় সেই হার ছিল ১.৫৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৬৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। এর ফলে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১৮ হাজার ৩৫৬-এ। জেলাভিত্তিক সংক্রমণের হিসাবে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় ৮৯ জন আক্রান্তের সন্ধান মিলেছে। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৮৪। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৭০ জন আক্রান্ত হয়েছে।