Afghanistan Crisis Live Updates : কাবুলে ভারতীয় দূতাবাস প্রহরায় আইটিবিপি-র সশস্ত্র রক্ষীরা
আফগানিস্তানে চরম সংকট। দখল নিয়েছে তালিবানরা। দেশ ছেড়ে পালাচ্ছেন একের পর এক নাগরিক, সাংসদরা। দেখুন প্রতি মুহূর্তের আপডেট...
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে চিন্তিত ভারত। আফগান পুরুষ, মহিলা, শিশুরা যেভাবে আতঙ্কে দিন কাটাচ্ছেন না নিয়ে উদবিগ্ন ভারত। রাষ্ট্রপুঞ্জে এমনটাই জানালেন সেখানে দেশের রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি।
কাবুলে ভারতীয় দূতাবাস ও কূটনৈতিকদের প্রহরায় আইটিবিপি-র (ইন্দো-তিবেতিয়ান বর্ডার পুলিশ) সশস্ত্র সৈনিকরা। যতক্ষণ প্রয়োজন ততটা সময় পর্যন্ত কড়া প্রহরা বজায় থাকবে বলে জানানো হয়েছে আধিকারিকদের পক্ষে।
আফগানিস্তানের শিখ ও হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দাদের জন্য ভারতের দরজা খোলা, জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।
আফগানিস্তানের পরিস্থিতি প্রসঙ্গে কিছুটা পরেই বক্তব্য রাখতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
কাবুল বিমানবন্দরে দুই সশস্ত্র ব্যক্তিকে হত্যা করল মার্কিন সেনা। তাদের উপর গুলি চালানোয় পাল্টা গুলির লড়াইয়ে দু'জনকে হত্যা করা হয় বলে জানানো হয়েছে মার্কিন সেনার পক্ষ থেকে।
উকবেকিস্তানে ভেঙে পড়ল আফগান সেনার বিমান।
আফগানিস্তানে বেশ কিছু ভারতীয় আটকে রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে ও দ্রুত ভারতে ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিমানবন্দরে গুলি চালাল তালিবানরা, অন্তত ৫ জনের মৃত্যুর খবর। ভিডিওতে দেখা গেল যাত্রীবাহী বিমান তাড়া করছে তালিবানরা।
আফগানিস্তানের তালিবানদের সঙ্গে 'বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক' গঠনের বিষয়ে আশাবাদী তাঁরা, জানালেন চিন সরকারের মুখপাত্র।
কাবুলে টোলো নিউজ কম্পাউন্ডে প্রবেশ করল তালিবানরা। সেখানে নিরাপত্তাকর্মীদের অস্ত্র খতিয়ে দেখে। সরকারের ইস্যু করা অস্ত্র সংগ্রহ করে। এছাড়া ওই অফিস চত্বরে নিরাপত্তার আশ্বাস দেয় : আফগানিস্তানের টোলো নিউজ।
কাবুল বিমানবন্দর থেকে রওনা হওয়া বিমানে উঠতে গিয়ে হুড়োহুড়ি। চাপাচাপিতে মৃত ৫। খবর সংবাদ সংস্থা রয়াটার্স সূ্ত্রে।
আফগানিস্তান সংকটের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগ দাবি করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তালিবানের ক্ষমতা দখলের পর হাজার হাজার আফগান দেশ ছাড়ছেন। গুঁতোগুঁতি করে বিমানে ওঠার হিড়িকও পড়ে যেতে দেখা গেল। কাবুল বিমানবন্দের এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।
কাবুল থেকে জরুরি পরিষেবার জন্য এয়ার ইন্ডিয়ার দুটি বিমানকে প্রস্তুত থাকতে বলল ভারত সরকার। কাবুল থেকে নয়া দিল্লিতে জরুরি পরিষেবার জন্য একটি দলকেও প্রস্তুত রাখা হয়েছে : সরকারি সূত্র
"বাইডেন আপনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আপনিই দায়ী।" তালিবানরা আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেওয়ার পর হোয়াইট হাউসের বাইরে প্রতিবাদ আফগানিস্তানের নাগরিকদের।
প্রেক্ষাপট
রবিবার রাজধানী কাবুল দখল করেছে তালিবান। আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের দখল নিয়েছে তালিবান জঙ্গিরা। রবিবার তালিবান কাবুলে প্রবেশ করতেই দেশ ছেড়ে তাজিকিস্তানে পাড়ি দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘনি। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামিদুল্লা মুহিব। তালিকায় নাম রয়েছে প্রেসিডেন্টের প্রশাসনিক অফিসের প্রধান ফজল মাহমুদ ফজলির।
আফগান মিডিয়া জানিয়েছে, তালিবান আগ্রাসনের জেরে আগেই দেশ ছেড়েছেন একাধিক সাংসদ। ইতিমধ্যেই পাকিস্তানে আশ্রয় নিয়েছেন আফগান সংসদের অধ্যক্ষ মীর রহমান রহমানি। তাঁর সঙ্গেই ইসলামাবাদের রাস্তায় হেঁটেছেন ইউনুস কানুনি, মুহাম্মদ মুহাকেক, করিম খলিলি, আহমদ ওয়ালি মাসুদ ছাড়াও সাংসদ আহমেদ জিয়া মাসুদ।
আফগানিস্তান ত্যাগ করে ভারতে চলে এসেছেন সে দেশের বেশ কয়েক জন সাংসদ ও সরকারি আধিকারিকও। ভারত সরকার জরুরি বিমান পাঠিয়ে তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য ভারতীয় বিমান বাহিনীর C-17 গ্লোবমাস্টার সামরিক পরিবহন বিমানকে ব্যবহার করছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আফগানিস্তানের উন্নয়নের ওপর নজর রাখছে ভারত। কাবুলে অবস্থিত ভারতের দূতাবাস থেকে ভারতীয় নাগরিকদের পাশাপাশি তার কর্মীদের সরিয়ে নেওয়ার সহ সব ধরনের ব্যবস্থা প্রস্তুত করছে।
সূত্রের খবর, ভারত তাঁর কর্মীদের জীবন এবং কাবুলে নাগরিকদের জীবনকে কোনো ঝুঁকিতে ফেলবে না। তাঁদের জরুরিকালীন ভিত্তিতে সরিয়ে নেওয়ার প্রয়োজন হলে ইতিমধ্যেই চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্রের তরফে এও জানান হয় ভারত সরকার আফগানিস্তানের সব পরিস্থিতির ওপর নজর রাখছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -