নয়া দিল্লি : আকাশসীমা বন্ধ। তাই কাবুল বিমানবন্দর থেকে কোনও বিমানের উড়ান সম্ভব নয়। আধিকারিকদের সূত্রে এ খবর পাওয়া গেছে। আকাশসীমা বন্ধ হওয়ায় কোনও বিমানও সেখানে অবতরণ করতে পারবে না। এয়ার ইন্ডিয়ার একটি বিমানের আফগানিস্তান থেকে কয়েকজনকে উড়িয়ে আনার কথা ছিল। কিন্তু, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া তা আপাতত সম্ভব হচ্ছে না। এমনটাই খবর সূত্রের। উল্লেখ্য, কাবুল এয়ারস্পেস বন্ধের কথা জানানোর জন্য একটি NOTAM বা নোটিস টু এয়ারমেন জারি হয়েছে।


সূত্রের খবর, আফগানিস্তানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় আমেরিকা থেকে আসা এয়ার ইন্ডিয়ার বিমানের রুট পরিবর্তন করা হতে পারে। জ্বালানি ভরার জন্য গল্ফের কোনও দেশ দিয়ে রুট করা হবে শিকাগো-নয়া দিল্লিগামী এবং সান ফ্রান্সিসকো-নয়া দিল্লিগামী বিমানের। এর পাশাপাশি ভারত থেকে আমেরিকায় আকাশপথে যাতায়াতের জন্য বিকল্প রুটের খোঁজ করছে এয়ার ইন্ডিয়া।


প্রসঙ্গত, রবিবার রাজধানী কাবুল দখল করেছে তালিবান। আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের দখল নিয়েছে তালিবান জঙ্গিরা। রবিবার তালিবান কাবুলে প্রবেশ করতেই দেশ ছেড়ে তাজিকিস্তানে পাড়ি দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘনি। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামিদুল্লা মুহিব। তালিকায় নাম রয়েছে প্রেসিডেন্টের প্রশাসনিক অফিসের প্রধান ফজল মাহমুদ ফজলির। আফগানিস্তান ত্যাগ করে ভারতে চলে এসেছেন সে দেশের বেশ কয়েক জন সাংসদ ও সরকারি আধিকারিকও। রবিবার কাবুল থেকে দিল্লিতে ১২৯ যাত্রী নিয়ে নামে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। প্রাণে বেঁচে দিল্লিতে এসে আতঙ্কে, কান্নায় ভেঙে পড়েন এক আফগান মহিলা। এই পরিস্থিতিতে আফগান নাগরিকদের আশ্রয় দানের সিদ্ধান্ত নিয়েছে ভারত, আমেরিকা, কানাডা-সহ একাধিক দেশ। নয়াদিল্লি সূত্রের খবর, বিপদের কারণে ভারতে বসবাস করার জন্য দীর্ঘমেয়াদী ভিসা পাবেন এই নাগরিকরা। যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। আফগানদের ইতিমধ্যেই ভিসা দেওয়া শুরু করেছে বাইডেন প্রশাসন। এর মধ্যে রয়েছেন লেখক, সমাজসেবী ও মানবাধিকার কর্মীরা।