নয়াদিল্লি: বয়স শতবর্ষ পেরনোর নজির কম নেই পৃথিবীতে। কিন্তু এক ব্যক্তির বয়স ঘিরেই এখন শোরগোল পড়শি দেশ আফগানিস্তানে। নিজের বয়স ১৪০ বছর বলে দাবি করেছেন এক ব্যক্তি। দাবি অনুযায়ী, পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ তিনিই। নিজের জন্মের নিরিখে সমসাময়িক ঘটনাবলীরও বিবরণ দিয়েছেন তিনি। কিন্তু বয়সের কোনও প্রমাণপত্র দেখাতে পারেননি ওই বৃদ্ধ। ফলে আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবান সরকার তদন্ত শুরু করেছে। (Oldest Person Living)
আফগানিস্তানের TOLO News বিষয়টি সামনে এনেছে। ওই ব্যক্তির নাম আকিল নাজির। নিজেকে ১৪০ বছর বয়সি বলে জানিয়েছেন তিনি। আকিল জানিয়েছেন, ১৯১৯ সালে ব্রিটেনের হাত থেকে আফগানিস্তান যখন স্বাধীনতা লাভ করে, সেই সময় তাঁর বয়স ছিল প্রায় ৩০ বছর। তদানীন্তন রাজা আমানাতুল্লা খানের সঙ্গে অ্যাংলো-আফগান যুদ্ধ সমাপ্তির উদযাপনও করেছিলেন বলে দাবি আকিলের। (Afghanistan News)
সংবাদমাধ্যমে আকিল বলেন, “রাজা আমানাতুল্লা খানের সঙ্গে প্রাসাদে ছিলাম আমি। সেই সময় আমার বয়স ৩০ বছরের একটু বেশি ছিল। মনে পড়ে আমি বলছিলাম, ‘ইংরেজরা পালিয়ে গিয়েছে, হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছে।” আকিল আরও বলেন, “প্রত্যেকে আনন্দে মেতে উঠেছিলেন। ইংরেজদের তাড়ানোর জন্য ধন্যবাদ জানাচ্ছিলেন রাজা আমানাতুল্লা খানকে। সকলে মিলে প্রাসাদে জড়ো হয়েছিলেন। তাঁদের কেউই এখন বেঁচে নেই।”
বর্তমানে বৃহত্তর পরিবাররে সঙ্গে খোস্ত প্রদেশে বাস করেন আকিল। তাঁর পরিবারেরও দাবি, আকিলের বয়স ১৪০ বছর। আকিলের প্রপৌত্র খায়াল ওয়াজির বলেন, “আমার বয়স ৫০। আমারও নাতি-নাতনি হয়ে গিয়েছে।”
আফগানিস্তানের তালিবান সরকারের মুখপাত্র মুস্তাগাফর গুরবাজ জানিয়েছেন, সিভিল রেজিস্ট্রেশন দলকে বিষয়টি খতিয়ে দেখতে বলাহয়েছে। যাচাই করে দেখা হচ্ছে তাঁর বয়স। গুরবাজ বলেন, “বয়স প্রমাণ করা গেলে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে ওঁর নাম নথিভুক্ত করার কাজে হাত দেব আমরা।” সত্যিই যদি বয়স ১৪০ বছর হয়, সেক্ষেত্রে আকিলই পৃথিবীর প্রবীণতম মানুষ বিবেচিত হবেন। এতদিন ওই শিরোপা জিন কালমেঁর দখলে ছিল। ১৮৭৫ সালে জন্মগ্রহণকারী জিন, ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মারা যান।