নয়াদিল্লি: শরীর জুড়ে সাদা-কালোর নকশা। বিশেষ প্রজাতির বলেই ধরা হয়। আফ্রিকার সেই পেঙ্গুইনই এবার বিলুপ্তির পথে। আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ ইউনিয়ন (International Union for Conservation of Nature). আফ্রিকার বিশেষ প্রজাতির ওই সাদা-কালো পেঙ্গুইনকে বিপন্ন প্রাণী বলে চিহ্নিত করল তারা। তাদের অস্তিত্ব সঙ্কটে বলে জানানো হয়েছে। (African Penguins Faces Extinction)
আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ ইউনিয়ন জানিয়েছে, বিলুপ্ত হওয়া থেকে আর এক ধাপ দূরে আফ্রিকার ওই বিশেষ প্রজাতির পেঙ্গুইন। পৃথিবীতে পেঙ্গুইনের মোট ১৮টি প্রজাতি রয়েছে। তাদের মধ্যে আফ্রিকার বিশেষ প্রজাতির ওই পেঙ্গুইনই বিলুপ্তির দোরগোড়ায় দাঁড়িয়ে। এখনই পদক্ষেপ না করলে এই প্রজাতিকে রক্ষা করা যাবে না বলে জানানো হয়েছে। কারণ আফ্রিকার পেঙ্গুইনদের ৯৭ শতাংশই হারিয়ে গিয়েছে। এখনই পদক্ষেপ না করলে ৪০০০ দিনেরও কম সময়ে বাকি পেঙ্গুইনের অস্তিত্বও শেষ হয়ে যাবে। (African Penguins Critically Endangered)
পাখি সংরক্ষণ সংগঠন SANCCOB এবং BirdLife South Africa, Blue Marine সংস্থা অবিলম্বে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেছে। দক্ষিণ আফ্রিকা সরকারকেও তৎপর হতে আর্জি জানিয়েছে তারা। বলা হয়েছে, আফ্রিকার পেঙ্গুইনের এই অবস্থার অন্যতম কারণ হল খাদ্যাভাব। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন এবং পেঙ্গুইনদের প্রজননস্থলে সামুদ্রিক প্রাণীর বাণিজ্যিকীকরণকে দায়ী করা হয়েছে। আফ্রিকার পেঙ্গুইনদের মূল খাদ্য হল হেরিং এবং সার্ডিন মাছ, যা মৎস্যব্যবসায়ীরা তুলে নিয়ে যান। এর ফলে পেঙ্গুইনরা অনাহারে থাকছে বলে অভিযোগ। ফ
পেঙ্গুইনদের প্রজননস্থলে এমনিতে বাণিজ্যিক ক্রিয়াকর্ম এমনিতে নিষিদ্ধ। কিন্তু তার পরও নজরদারি এড়িয়ে যথেচ্ছাচার চলে বলে দাবি পরিবেশবিদদের। পেঙ্গুইন সংরক্ষণ নিয়ে সরকার উদাসীন বলেও অভিযোগ তাঁদের। পেঙ্গুইন সংরক্ষণ করা যায় যাতে, পাশাপাশি মৎস্যব্যবসাতেও যাতে ক্ষতি না হয়, তার জন্য অবিলম্বে পদক্ষেপ করা উচিত বলে মত তাঁদের।
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দক্ষিণ আফ্রিকা সরকারের বনভূমি, মৎস্য এবং পরিবেশ সংরক্ষণ মন্তরকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে SANCCOB এবং BirdLife South Africa. পেঙ্গুইনদের প্রজননস্থলে মৎস্যব্যবসা নিষিদ্ধ করতে যে ব্যবস্থাপনার দোহাই দিচ্ছে সরকার, তা অর্থহীন বলে দাবি করেছে তারা। আরও কড়া হওয়া প্রয়োজন বলে জানিয়েছে তারা। আন্তর্জাতিক স্তর থেকেও সই সংগ্রহ করা হচ্ছে বিষয়টি নিয়ে, যাতে সরকারের উপর চাপসৃষ্টি করা যায়। আফ্রিকার বিশেষ প্রজাতির পেঙ্গুইনকে রক্ষা করা যায় নিঃশেষ হয়ে যাওয়া থেকে। পরিবেশবিদদের মতে, সময় পেরিয়ে যাচ্ছে। অবিলম্বে পদক্ষেপ না করলে আর কিছু করার থাকবে না।