মুম্বই: তাঁর কোচিং কেরিয়ার শুরু হয়েছিল আইপিএলে (IPL)। প্রথমে দুই মরশুম লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। তারপর তিনি কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেন মেন্টর হিসাবে। দশ বছর পর তাঁর আমলেই আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের মঞ্চে তাঁর সাফল্য দেখেই গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) ভারতীয় দলের কোচ ঘোষণা করা হয়।


বৃহস্পতিবার, ৩১ অক্টোবর আইপিএলের গুরুত্বপূর্ণ দিন। কারণ, এদিন বিকেল পাঁচটার মধ্যে রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে দশ দলকেই। অর্থাৎ, কোন কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে, তা জানাতে হবে দশ ফ্র্যাঞ্চাইজিকে।


যদিও আইপিএল নিয়ে মাথা ঘামাতে চান না গম্ভীর। তিনি মগ্ন ভারত বনাম নিউজ়িল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ নিয়ে। সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে নিউজ়িল্যান্ড। প্রথমবার ভারতে এসে ভারতকে টেস্ট সিরিজে হারিয়েছে নিউজ়িল্যান্ড। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্ট কার্যত নিয়মরক্ষার। মানরক্ষার জন্য মাঠে নামবে ভারতীয় দল। যদিও তাতে আইপিএলের রিটেনশন নিয়ে গুঞ্জন থামছে না।


টেস্টের আগের দিন সাংবাদিক বৈঠকে গম্ভীরকেও আইপিএল রিটেনশন নিয়ে প্রশ্ন করা হয়। গম্ভীর বললেন, 'আমি এ নিয়ে এক বিন্দুও ভাবিত নই। আমি কাল ভারতীয় ক্রিকেট দলের কী হবে সেটা নিয়েই ভাবছি। কাল থেকে টেস্ট ম্যাচ শুরু আর সেটা নিয়েই ভাবছি। আইপিএল নিয়ে আমার কোনও আগ্রহ নেই।' 


 






অস্ট্রেলিয়া সফরের আগে শেষ টেস্টে নিউজ়িল্যান্ডকে হারাতে মরিয়া ভারতীয় শিবির। গম্ভীর বলছেন, 'আমরা এই টেস্ট ম্যাচ জেতার জন্য ঝাঁপাব। যাতে অস্ট্রেলিয়ায় অন্তত একটা টেস্ট ম্যাচ জিতে যেতে পারি। দেশের জন্য দারুণ কিছু করার সুযোগ রয়েছে ছেলেদের সামনে। এটা আর একটা সুযোগ আর ছেলেদের বলছি দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ সবাই পায় না। আমরা খুব ভাল করেই জানি যে, ১৪০ কোটি ভারতীয়র প্রতিনিধিত্ব করছি।'




আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।