নয়াদিল্লি: ভোটের প্রচারে আম আদমি পার্টিকে তুলোধনা করেছেন। মোদির গলায় ছিল দিল্লিজয়ের আত্মবিশ্বাসী সুর। কিন্তু মঙ্গলবারের সকাল যতই গড়ায়, ততই দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে যায় চিত্রটা। তৃতীয় বারের মতো আপের ক্ষমতায় ফেরা একপ্রকার নিশ্চিত হয়ে যায় বেলা গড়ালেই। ক্রমেই ৬০ ছাড়িয়ে যায় আপের এগিয়ে থাকা আসনের সংখ্যা। আর বিজেপির পাল্লা ক্রমেই হালকা হতে থাকে। তারপরই সন্ধে নাগাদ ট্যুইটারে শুভেচ্ছা বার্তা লিখে ফেলেন প্রধানমন্ত্রী।



লেখেন, আম আদমি পার্টি ও অরবিন্দ কেজরিবালকে অভিনন্দন। দিল্লির মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন তাঁরা, সেই কামনা করি।
কেজরিবালও সৌজন্যরক্ষায় দেরি করেননি। লেখেন, ধন্যবাদ স্যর। কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে দিল্লিকে বিশ্বমানের শহর করে তুলতে পারব, আশা রাখি।