ভোর ৫টা ৩৯ মিনিটে খুলে গিয়েছে তাজমহল। লিয়াং চিয়াচেং নামে এক চিনা নাগরিক প্রথম দর্শনও করেছেন।


শুধু লিয়াং নন, করোনা লকডাউনের কড়াকড়ির মধ্যেই বেশ কয়েকজন পর্যটক তাজমহল ও আগ্রা দুর্গ দেখতে আসেন। প্রটোকল অনুযায়ী জেলা প্রশাসন ঠিক করেছে, দিনে দুটি ব্যাচে সব মিলিয়ে ৫,০০০ দর্শক ঢুকতে দেবে তারা। একদল দেখবেন সকাল থেকে দুপুর পর্যন্ত, অন্যদল দুপুর থেকে সূর্যাস্ত। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে, প্রথম দিন ১,২৩৫ জন তাজ দেখতে আসেন, তাঁদের মধ্যে ২০ জন বিদেশি।

১৮০ দিনের বেশি বন্ধ থাকার পর দৈনন্দিন ব্যস্ততায় ফেরা শুরু করেছে গোটা তাজগঞ্জ। তবে স্থানীয় ব্যবসায়ীরা জানেন, আগের মত কাজ চালু হতে এখনও কিছুদিন লাগবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এখন আর তাজ বা আগ্রা দুর্গে ঢুকতে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে না, বেশিরভাগ দর্শকের মোবাইলেই পৌঁছে যাচ্ছে ই-টিকিট। থার্মাল স্ক্যানিং, হাত পায়ে স্যানিটাইজার দেওয়ার পর ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে দর্শকদের। কর্মীরা পরে রয়েছেন পিপিই গিয়ার।

লকডাউনের পর প্রথমদিনের দর্শকদের মধ্যে ছিলেন দিল্লির এক দম্পতি, এটাই তাঁদের প্রথম তাজ দর্শন। ছিলেন এক রুশ নাগরিকও, মার্চ থেকে যিনি আটকে রয়েছেন এ দেশে। লকডাউনের জেরে আন্তর্জাতিক উড়ান বন্ধ হয়ে যাওয়ার সময় তিনি জয়পুরে ছিলেন। রাশিয়ার পরিস্থিতি এখন ভাল, আশা করছেন, দিনপনেরোর মধ্যে ফিরে যাবেন। তাই ভাবলেন, এই কদিনে তাজ যদি দেখে নেওয়া যায়। তিনি জানিয়েছেন।