নয়াদিল্লি: অন্ধকারে পথ হারিয়ে ভুল করে ভারতে ঢুকে পড়েছে। এই যুক্তি দেখিয়ে এবার জওয়ানকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাল চিন। লাদাখে গুরুং হিল এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়া জওয়ানকে দ্রুত তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে লাল ফৌজ।


চিনের পিপল্‌স লিবারেশন আর্মি (পিএলএ) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে, দুর্গম পথ এবং অন্ধকার থাকার জন্য অচেনা এলাকায় পথ হারিয়ে ভারত সীমান্তে ঢুকে পড়েছিলেন জওয়ান।

শুক্রবার ভোররাতে ওই সেনা ভারতে ঢুকে পড়েছেন। এই বিষয়ে ভারতীয় সেনাকে জানানো হয়েছিল। চিন আশা করেছিল ভারত এই বিষয়ে সাহায্য করবে এবং চিনা সেনাকে উদ্ধার করবে।

প্রায় ২ ঘণ্টা পর ওই জওয়ানের খোঁজ পায় ভারতীয় সেনা। ভারত জানিয়েছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে চিনে ফিরিয়ে দেওয়া হবে। চিনের বক্তব্য, নিয়ম মেনে সময় নষ্ট না করে সেনা জওয়ানকে ফিরিয়ে দেওয়া উচিত ভারতের। তাতে সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান থাকবে। যা বজায় রাখার দায়িত্ব দু’দেশের।

এই প্রেক্ষাপটে বিবৃতি জারি ভারতীয় সেনা জানিয়েছে, প্যাংগং হ্রদের দক্ষিণে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন চিনা জওয়ান। তাঁকে নিজেদের হেফাজতে রেখেছে ভারতীয় সেনা। গত বছর থেকেই সীমান্তে নিয়ম লঙ্ঘন করেছে চিনের সেনাবাহিনী। কীভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এলেন ওই সেনা তার তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, গত বছর মে মাসে ভারতীয় জওয়ানদের উপর লাঠি ও পাথর নিয়ে হামলা চালায় চিনা সেনা। এরপর ১৫ জুন গালওয়ান উপত্যকায় ফের ভারতীয় সেনার উপর আক্রমণ করে লাল ফৌজ। তাতে মারা যান ভারতীয় সেনার একাধিক জওয়ান। এরপর চিনা দ্রব্য বয়কটের ডাক দেয় কেন্দ্রীয় সরকার। ব্যান করে দেওয়া হয় একাধিক চিনা অ্যাপ।

শুধু তাই নয়, এরপরেও গত ২৯ আগস্ট ও ৩০ আগস্ট রাতে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত দিয়ে ভারতের জমিতে ঢোকার চেষ্টা করে চিন। গত বছর ১৯ অক্টোবর ডেমচক সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে আসা এক চিনা সেনাকে আটক করেছিল ভারতীয় সেনা। পরে সীমান্ত চুক্তি মেনে তাঁকে তুলে দেওয়া হয় চিনের হাতে।