নয়াদিল্লি: OTT-তে অনেকে মিলে ছবি, ওয়েবসিরিজ দেখা আরও ব্যয়সাপেক্ষ হচ্ছে। Netflix-এর দেখাদেখি এবার Disney+ একই পথে হাঁটছে। পরিবারের লোকজন ছাড়া অন্যকে পাসওয়র্ড দেওয়া নিষিদ্ধ করছে তারা। পরিবারের লোকজন ছাড়া অন্যকে পাসওয়র্ড দিলে বাড়তি টাকা দিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে Disney+. (Disney+ Password Sharing)


অতি সম্প্রতি গ্রাহকদের এই মর্মে বার্তা পাঠিয়েছে Disney+. তারা জানিয়েছে, এখন থেকে পরিবারের সদস্য ছাড়া কারও সঙ্গে পাসওয়র্ড ভাগ করে নিতে পারবেন না গ্রাহকরা। বন্ধু বা অন্য কাউকে অ্যাকাউন্টের পাসওয়র্ড দিলে বাড়তি টাকা দিতে হবে। তবেই দেখা যাবে পছন্দের ছবি এবং ওয়েবসিরিজ। (OTT Password Sharing)


অন্যের সঙ্গে পাসওয়র্ড ভাগ করে নেওয়ার ক্ষেত্রে এই যে বিধিনিষেধ, তা OTT প্ল্যাটফর্মগুলির বৃহত্তর পরিকল্পনার অংশ। অন্যের পাসওয়র্ড নিয়ে এতদিন যাঁরা ছবি, ওয়েবসিরিজ দেখছিলেন, সেই সব সুবিধাভোগীদের প্রত্যক্ষ গ্রাহকে পরিণত করাই লক্ষ্য। গ্রাহকের সংখ্যা যত বাড়বে ততই মুনাফা বাড়বে বলে মনে করা হচ্ছে।


চলতি সপ্তাহ থেকেই গ্রাহকদের কাছে এই মর্মে বার্তা পাঠাতে শুরু করেছে Disney+. পাসওয়র্ড অন্যকে দিলে বেশি টাকা দিতে হবে বলে জানানো হয়েছে। আমেরিকা, কানাডা, ইউরোপ, কস্টারিকা, গুয়াতে মালা, এশীয়-প্রশান্ত মাহাসাগরীয় অঞ্চলে ইতিমধ্যেই এই নিয়ম চালু হয়ে গিয়েছে। চলতি বছরের শুরুতেই সেখানে পাসওয়র্ড অন্যকে দেওয়ার ক্ষেত্রে বাড়তি টাকা নিতে শুরু করে Disney+. 


তবে ভারতের মতো দেশে এই বাড়তি টাকা দিতে কতজন রাজি হবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু Disney+ জানিয়েছে, একটি পরিবারের জন্য একটি অ্যাকাউন্ট, এমনটাই নীতি তাদের। পরিবারের সদস্যদের মোবাইল ফোন বা ল্যাপটপ সেই মতো নথিভুক্ত করা হয়। এর বাইরে কারও সঙ্গে পাসওয়র্ড ভাগ করে নিতে চাইলে, অতিরিক্ত টাকা দিতে হবে। এর পরও যদি কেউ পাসওয়র্ড অন্যকে দিতে চান, সেক্ষেত্রে বাড়তি সদস্যকে অ্যাকাউন্টে যুক্ত করার উপায় থাকবে।  সেই মতো টাকা কাটা দিতে হবে গ্রাহককে। তবে বাইরের ওই ব্যক্তি একটিমাত্র ডিভাইসেই ছবি, ওয়েবসিরিজ দেখতে পারবেন।


অন্যথায়, সুবিধাভোগী ওই ব্যক্তি, নিজের আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। প্রোফাইল স্থানান্তরিতও করা যাবে। তবে প্রাইমারি, মাইনর এবং জুনিয়র মোডে যে প্রোফাইল রয়েছে, সেগুলি স্থানান্তরিত করা যাবে না। ঘন ঘন যাঁরা বেড়াতে যান, তাঁরা বাড়ির বাইরেও নিজের প্রোফাইল থেকে ছবি, ওয়েবসিরিজ দেখতে পারবেন। সেক্ষেত্রে বাড়ির বাইরে রয়েছেন বলে লোকেশনে গিয়ে দেখাতে হবে। OTP যাবে ইমেলে, সেই মতো পছন্দের ছবি, ওয়েবসিরিজ দেখতে পারবেন। এর আগে, NetFlix-ও একই পন্থা নেয়। পাসওয়র্ড অন্যকে দেওয়া নিষিদ্ধ করে তারা। তবে এতে লোকসানের মুখে পড়তে হয়নি তাদের। বরং গ্রাহক বেড়েছে।