নয়াদিল্লি: দিনকয়েক আগেই প্রথম ভারতীয় অলিম্পিয়ান হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস গড়েছিলেন মনু ভাকের (Manu Bhaker)। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এবং মিক্সড দলের এয়ার পিস্তল, দুই বিভাগে ব্রোঞ্জ জেতেন মনু। এই অনবদ্য কৃতিত্বের পর গোটা দেশজুড়েই মনুকে নিয়ে ধন্য ধন্য পড়ে যায়।। তবে তিনি সোশ্যাল মিডিয়া ট্রোলদের হাত থেকে রক্ষা পেলেন না।
সম্প্রতি এক ঘটনায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে প্যারিল অলিম্পিক্সে ইতিহাস গড়া অ্যাথলিটকে। নিজের বিভিন্ন ইভেন্টে নিজের জোড়া অলিম্পিক্স নিয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় কয়েকজন ব্যক্তিবিশেষ তাঁকে কটাক্ষ করেন। তবে মনু কিন্তু থেমে থাকার পাত্রী নন। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দেন, তাঁকে বিভিন্ন ইভেন্টের উদ্যোক্তরাই সেই পদক নিয়ে যাওয়ার জন্য় অনুরোধ করেন এবং তিনি সানন্দে সেই পদকটি নিয়ে গিয়ে সকলকে দেখাতেও দ্বিধা বোধ করেন না। পাশাপাশি মনুর সহজ জবাব এই পদক তাঁর একার নয়, গোটা দেশের।
নিজের সোশ্যাল মিডিয়ায় মনু লেখেন, 'আমি প্যারিস অলিম্পিক্স ২০২৪ সালে যে দুইটি পদক জিতেছি, সেটা গোটা দেশের। যখনই আমায় কোনও ইভেন্টে ডাকা হয় এবং আমার পদকগুলি দেখানোর জন্য অনুরোধ করা হয়, তখন কিন্তু স্বইচ্ছায় অত্য়ন্ত গর্বের সঙ্গেই আমি সেটা করে থাকি। আমি এভাবেই আমার স্বপ্নের সফরটা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই।'
মনু ভাকেরের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। পোস্টটি দেওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি, তার আগেই ১.৩ মিলিয়ন নেটিজেনদের কাছে এটি পৌঁছে গিয়েছে। মনুকে ট্রোল করার যে মোক্ষম জবাব পেয়েছেন ট্রোলরা তা বলাই বাহুল্যই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ফের স্পিন জালে ফেঁসে গেলেন কোহলি! কানপুর টেস্টের আগে বিরাটের ফর্ম নিয়ে উদ্বেগ