নয়াদিল্লি: কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকদের উদ্দেশে ৮ পাতার দীর্ঘ চিঠি লিখলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার। চিঠিতে তিনি বলেছেন, মিনিমাম সাপোর্ট প্রাইস বা এমএসপির ব্যাপারে কেন্দ্র কৃষকদের লিখিত প্রতিশ্রুতি দিতে তৈরি।

চতুর্থ সপ্তাহে পা দিতে চলেছে কৃষক বিক্ষোভ। বিক্ষোভকারীদের একটা বড় অংশের দাবি, তাঁদের উৎপাদিত শস্যের এমএসপির ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে প্রতিশ্রুতি দিতে হবে। এমএসপির থেকে কম দামে কেউ শস্য কিনে নিলে তাঁর জেল বা জরিমানা হতে পারে, অথবা এক সঙ্গে দুটোই। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তাঁর চিঠিতে লিখেছেন, ষড়যন্ত্র করে এক মহল কৃষি আইনের বিরুদ্ধে প্রচার করছে, প্রকৃতপক্ষে সিংহভাগ কৃষকই এই আইনে খুশি।


তোমার লিখেছেন, আমি কৃষক পরিবার থেকে এসেছি, ছোটবেলা থেকে তাঁদের কষ্টসাধ্য জীবনের অংশ থেকেছি। নতুন আইন কার্যকর করার পর এমএসপি সংগ্রহ এবার নয়া রেকর্ড করেছে। বিরোধীদের নাম না করে তিনি লিখেছেন, এমএসপি আর মান্ডি নিয়ে মিথ্যে প্রচার চলছে। অথচ সত্যি হল, আসলে কিছু বদলাচ্ছে না। এমএসপি, মান্ডি দুই-ই থাকবে, কেন্দ্র লিখিতভাবে জানাতে পারে। গত ৬ বছরে নরেন্দ্র মোদি সরকার কৃষকদের জন্য অসংখ্য পদক্ষেপ করেছে। এবার এই তিন আইনের মাধ্যমে সরকার কৃষকদের অতিরিক্ত একটি সুযোগ দিচ্ছে, যাতে তাঁরা তাঁদের উৎপাদন যেখানে খুশি বিক্রি করতে পারেন।

তোমার আরও লিখেছেন, মনমোহন সিংহের আমলে স্বামীনাথন কমিটি যে রিপোর্ট দিয়েছিল, তার ভিত্তিতে তৈরি হয়েছে কৃষি আইন। কিন্তু বিরোধীরা চেষ্টা করছে যাতে অসন্তোষ তৈরি হয়। তারা তো লেহ-লাদাখে সেনা জওয়ানদের চূড়ান্ত আত্মবলিদান নিয়েও প্রশ্ন তুলেছিল।

এই চিঠিটি রিটুইট করেছেন খোদ প্রধানমন্ত্রী। কৃষকদের অনুরোধ করেছেন, যাতে তাঁরা পুরো চিঠি পড়ে দেখেন।