নয়াদিল্লি: থরে থরে সাজানো ৫০০ টাকার কড়কড়ে নোট। কাছে গিয়ে দেখলেই চক্ষু হবে চড়কগাছ। নগদে চিরাচরিত গাঁধীজির (Mahatma Gandhi) মুখ কই? এ যে অনুপম খের (Anupam Kher)! হতবাক? স্বয়ং বলিউড তারকা নিজেই হতভম্ব হয়ে গিয়েছেন। এমন আজব ঘটনা ঘটল আমেদাবাদে। উদ্ধার হল প্রায় ১.৩ কোটি টাকার জাল নোট (Fake Notes)।
মহাত্মা গাঁধী নন, নগদ টাকায় অনুপম খেরের মুখ? ভাইরাল ভিডিও
আমেদাবাদের এক ব্যবসায়ী পড়লেন জাল নোটের ফাঁদে। হাতে পেলেন কাঁড়ি কাঁড়ি জাল নোট। কড়কড়ে নোটে গাঁধীর নয়, রয়েছে অনুপম খেরের মুখ বসানো। অনুপম খের নিজেই সেই ছবি দেখে ট্যুইটারে পোস্ট করে লেখেন, '৫০০ টাকার নোটে মহাত্মা গাঁধীর বদলে আমার মুখ??? যা খুশিই হতে পারে।'
এই অভিযোগ দায়ের করেন মেহুল থক্করের নামের এক ব্যবসায়ী। ২৪ সেপ্টেম্বর, নবরঙ্গপুরা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ তাঁর কর্মীর কাছে কয়েকজন ব্যক্তি ১.৬ কোটি টাকা মূল্যের ২১০০ গ্রাম সোনা কেনার প্রস্তাব আনেন। তাঁরা ১.৩ কোটি টাকা নগদ দেন এবং বাকি ৩০ লক্ষ টাকা পরের দিন দেবেন বলে কথা দেন। যদিও সোনা হাতে পাওয়ার পরই তাঁরা উধাও হয়ে যান। এরপরই যখন তাঁরা নগদের পাহাড় খুলে দেখেন, বোঝেন যে সবটাই জাল টাকা।
নবরঙ্গপুর থানার পুলিশের দাবি, ওই ব্যবসায়ীর সঙ্গে যিনি যোগাযোগ করেন তাঁর নাম প্রশান্ত পটেল। তিনি একটি গয়নার দোকানের ম্যানেজার, যাঁর সঙ্গে ওই ব্যবসায়ীক কাজের সূত্রে আলাপ বহুদিনের। পুলিশের কথায়, 'পটেল থক্করকে জানান যে ক্রেতা একসঙ্গে পুরো টাকাটা ট্রান্সফার করতে পারবেন না, এবং তার বদলে ১.৩ কোটি টাকা ক্যাশে দেবেন।'
২৪ সেপ্টেম্বর, যোশী সন্দেহভাজনদের তৈরি একটি অস্থায়ী অফিস সেটআপে সোনা হস্তান্তর করেন। এরপর নোটের ২৬টি বান্ডিল তাঁদের হাতে তুলে দিয়ে সেটি মেশিনে গুনে দেখার কথা বলে ওই ব্যক্তিরা বেরিয়ে যান বাকি টাকা আনতে। এরপর তাঁরা উধাও হয়ে গেলে নজরে পড়ে যে সমস্ত নোট জাল এবং তাতে অনুপম খেরের মুখ বসানো।
সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে পুলিশ তদন্ত শুরু করেছে এবং দুই সন্দেহভাজনকে ধরার চেষ্টা করছে। পুলিশের কথায়, 'বলিউডের মোড় নিয়ে জাল মুদ্রার এটি একটি অনন্য ঘটনা। আমরা অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছি।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।