আমদাবাদ : আমদাবাদে বিমান দুর্ঘটনার নেপথ্যে কী ? তা এখনও ধোঁয়াশায়। ব্ল্যাক বক্স পরীক্ষার পর স্পষ্ট হতে পারে কারণ। তবে, এরই মধ্যে বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে একাধিক তত্ত্ব সামনে আসছে। তারই মধ্যেই সম্ভাব্য উল্লেখযোগ্য একটি কারণ সামনে এনেছেন National Aerospace Laboratories-এর প্রাক্তন ডেপুটি অধিকর্তা সলিগ্রাম জে. মুরলীধর। 

সংবাদ সংস্থা IANS-কে সাক্ষাৎকারে তিনি বলছেন, "সম্ভাব্য প্রাথমিক একটি কারণ যেটা আমার মাথায় আসছে...যদিও এটা এখন প্রাথমিক ধারণা...সেটা হচ্ছে জ্বালানির কলুষিতকারণ। যেটা অন্তর্ঘাতের আওতায় আসতে পারে। যে জ্বালানিটা ব্যবহার করা হয়েছে সেটা যদি জল বা অন্য কোনো পদার্থ দিয়ে কলুষিত করা হয়ে থাকে, পরিমাণটা স্বাভাবিক হয়ে যেতে পারে। কিন্তু, দূষণ যথাযথ দহন-ক্রিয়ায় বাধা দিতে পারে।  প্রাথমিকভাবে বিমান ওড়া শুরু হয়। কিন্তু, যখন চূড়ান্ত ক্ষমতার প্রয়োজন পড়ে, সেই সময় এই ক্ষমতা নাও পাওয়া যেতে পারে। কারণ, জ্বালানি দূষিত হয়ে রয়েছে। ক্ষমতা হারাতে পারে বিমান। অপারেশন সিঁদুরের পর আমাদের অন্তর্ঘাতের বিষয়ে খুব সচেতন থাকতে হবে। দুর্ঘটনার এগুলো সম্ভাব্য কারণ হতে পারে। একবার ব্ল্যাক বক্স পাওয়া গেলে, সব চিত্র পরিষ্কার হয়ে যাবে। সাদা-কালো সব পরিষ্কার হয়ে যাবে। কোনো ধোঁয়াশা থাকবে না।"